কাঞ্চন মল্লিকের ডিভোর্স, তাঁর প্রাক্তন স্ত্রী সাবিত্রীর সম্পর্কে কে?
TV9 Bangla
সদ্য ডিভোর্স হয়ে গিয়েছে কাঞ্চন মল্লিক এবং তাঁর দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের। এই পিঙ্কির সঙ্গে আত্মীক সম্পর্ক বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের...
সাবিত্রীর সম্পর্কে কে হন পিঙ্কি?TV9 বাংলাকে জানিয়েছেন সাবিত্রী স্বয়ং। তিনি বলেছেন, "আমার নাতনি হয় পিঙ্কি। আমার চার নম্বর দিদির ছেলের মেয়ে..."
জানালেন পিঙ্কিকে সাবিত্রী খুবই ভালবাসেন। তাঁর চার নম্বর দিদি মাধবীলতা দেবী পিঙ্কির সম্পর্কে ঠাকুমা।
কাঞ্চনের সঙ্গে বিয়ের পর সাবিত্রী বেশ খুশি ছিলেন। কিন্তু পরেরদিকে পিঙ্কির বিয়ে নিয়ে নানা ধরনের ঝামেলা বেঁধে যাওয়ার পর তিনি নাতনিকেই সমর্থন করেন...
পিঙ্কি এবং কাঞ্চনের দাম্পত্য জীবন শুরুতে সুখের ছিল। কিন্তু তাঁদের মাঝে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ হওয়ায় সমস্যা তৈরি হয়।
সেই তৃতীয় ব্যক্তি শ্রীময়ী চট্টোরাজ। তিনিও বাংলা সিরিয়ালের পরিচিত মুখ। কাঞ্চনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার জেরে পিঙ্কি সম্পর্ক ভাঙতে বাধ্য হয়েছেন...
শুক্রবার পিঙ্কির সঙ্গে আইনি ছাড়াছা়ড়ি হয়ে গিয়েছে কাঞ্চনের। তার পর থেকে ঠাকুমা সাবিত্রীর কাছে ছুট্টে চলে এসেছেন পিঙ্কি। তাঁর এবং কাঞ্চনের পুত্রও এখন পিঙ্কিরই কাছে...
নাতনিকে আগলে ধরেছেন ৮৭ বছর বয়সি বর্ষীয়ান অভিনেত্রী। যেভাবে সেই ফ্রক পরা বয়স থেকে পরিবারে সব মানুষগুলোতে আগলে রেখেছিলেন তিনি।