বলিউডে যদি কোনও ড্রামা কুইন থাকেন তা হলে তিনি হলেন রাখি সাওয়ান্ত। 'দিল সে' নারী তিনি। তেমনটাই মত বলিউডের একাংশের।
এই রাখির জীবনও বেশ বর্ণময়। প্রতিবাদ হোক, কিংবা কোনও কিছুকে সমর্থন; জোর গলায় করেন রাখি। হাসির পাত্রীও হতে হয় তাঁকে।
কিন্তু তাতে কুছ পরোয়া নেই। রাখি কিন্তু দিব্যি আছেন নিজের মেজাজে। তাঁর বিবাহিত জীবনও বেশ বর্ণময়।
তাঁর সেই বর্ণময় জীবন নিয়ে নাকি এবার বায়োপিক তৈরি হবে। কে অভিনয় করবেন রাখির চরিত্রে? খোলসা করলেন রাখিই।
নিজের বায়োপিকে একাধিক নায়িকাকে ভেবেছেন রাখি। তাঁদের কাছে প্রস্তাবও পাঠিয়েছেন ইতিমধ্যে।
রাখি জানিয়েছেন, আলিয়া ভাটকে নিজের বায়োপিকে চাইছেন রাখি। অভিনেত্রীর কাছে প্রস্তাবও পাঠিয়েছেন তিনি।
এর আগে সিল্ক স্মিতার বায়োপিক 'ডার্টি পিকচার'-এ অভিনয় করে লাইমলাইট কেড়ে নিয়েছিলেন বিদ্যা বালন। তাঁর কাছেও নাকি প্রস্তাব গিয়েছে।
তবে এ সবের কারণে ভয়ানক ট্রোলিংয়ের স্বীকার হতে হচ্ছে রাখিকে। নেটপাড়ায় হেসে গড়িয়ে যাচ্ছেন নিন্দুকেরা। অভিনেত্রীকে মানসিক চিকিৎসার পরামর্শও দিয়েছেন তাঁরা।