08 October, 2025 

একবারা চারা লাগাবে ফুল মিলবে সারাবছর, বাগানের জন্য বাছুন এই গাছগুলি

Image Credits: Pinterest, Canva 

TV9 Bangla Desk

বাগান করা শুধু সময়ের সদ্ব্যবহারই নয়, এটি করলে শরীর সচল থাকে। মানসিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।

বাগান করার সুবিধা

টবে সাজানো ফুল শুধু বাড়ির সৌন্দর্যই বাড়ায় না, যখন এগুলো দেখা যায়, সেই সময় শান্তির অনুভূতি জোগায়। চলুন জেনে নেওয়া যাক বছরের বেশিরভাগ ঋতুকে কোন ফুল গাছ ভাল ফলন দেয়।

বছরব্যাপী ফুল গাছ 

বছরের বেশিরভাগ সময় গোলাপ ফুল ফোটে। তাই বিভিন্ন জাতের গোলাপ গাছ বাড়িতে লাগানো যেতে পারে। যেমন - দেশি গোলাপ, সাদা গোলাপ, গোলাপি গোলাপ। এগুলো দেখতে খুব সুন্দর।

গোলাপ ফুল

এটি এমন একটি ফুল গাছ যা বছরের বেশিরভাগ ঋতুতেই ভাল করে ফোটে। বাড়িতে নানা জাতের, নানা রঙের জবা ফুলের গাছ লাগানো যেতে পারে।

জবা ফুল

অনেক বেশি যত্ন নিতে হয় না এই ফুল গাছের। একে কাগজ ফুলের গাছও বলে। গোলাপি, সাদা, হলুদ নানা রঙের বোগেনভিলিয়া ফুল চোখ জুড়ায়।

বোগেনভিলিয়া

এই ফুল গাছ লতানো হয়। বাড়িতে টবে সহজেই অপরাজিতা ফুল চাষ করা যায়। এটি দিয়ে তৈরি চা খাওয়া স্বাস্থ্যের জন্য ভাল।

অপরাজিতা

সারা বছর এই ফুল যে কোনও জায়গায় ভাল গ্রো করে। অতিরিক্ত যত্ন নিতে হয় না। হালকা গোলাপি, গাঢ় গোলাপি ও সাদা রঙের ফুল হয়।   

নয়নতারা

এই গাছটির চারা একবার বসালে বছরভর ভাল ফল মেলে। আসলে এই গাছটি সারা বছর ফুল দেয়। সাদা রঙের এই ফুল নিত্যপুজোতে ব্যবহৃত হয়।

টগর 

বারো মাসের গাঁদা ফুল গাছ রয়েছে। যেগুলো একটু যত্ন করে রাখলে সারা বছর সুন্দর ফুল পাবেন। অরেঞ্জ, হলুদ দুটো রঙেই পাওয়া যায় এই ফুল।

গাঁদা ফুল