06 October, 2025  

টিকটিকি তাড়াতে মেনে চলুন এই ঘরোয়া উপায়

Image Credits: Getty Images, Canva 

TV9 Bangla Desk

ঘরের দেওয়াল জুড়ে তারা রাজত্ব করে। হঠাৎই ঝাঁপ দেয় খাবার টেবিলে কিংবা বিছানায়। বাথরুম থেকে ড্রয়িং রুমে অবাধ যাতায়াত। 

টিকটিকির রাজত্ব

তাদের এমন হাভভাব, যেন তারা আপনার বাড়ির আসল মালিক। বাড়ির ঘুলঘুলিতে ঢুকে টিকটিক আওয়াজ করে নানা কুসংস্কারকে সঙ্গ দেয়। 

 কুসংস্কার

কিন্তু নানান চেষ্টা করেও, টিকটিকি তাড়াতে  ক্লান্ত। কিন্তু জানেন কি? ঘরোয়া টোটকাতেও ঝটপট তাড়াতে পারেন টিকটিকি!

ঘরোয়া টোটকা

একটা স্প্রে বোতলে গোলমরিচ জলে গুলে ভরে নিন। যেখানেই টিকটিকি দেখবেন, স্প্রে করে নিন। দেখবেন ঝটপট পালিয়ে যাচ্ছে ।

টিপস ১

পেঁয়াজ ছোট ছোট করে কেটে ঘরের নানা কোণায় রেখে দিন। কিংবা রসুনের কোয়াও ঘরের কোণায় রাখুন। ঝাঁঝালো গন্ধে দেখবেন টিকটিকি কাছে ঘেঁষবে না।

টিপস ২

ঘরের বিভিন্ন ড্রয়ারে, আলমারির পিছনে ন্যাপথলিন বল রেখে দিন। টিকটিকি ন্যাপথলিনের গন্ধ সহ্য করতে না পেরে, পালিয়ে যাবে।

টিপস ৩

ডিম ব্য়বহার করে খোসা ফেলে দেবেন না। বরং বাড়ির যে জায়গায় টিকটিকির উৎপাত, সেখানে ডিমের খোসা গুঁড়ো, গুঁড়ো করে ছড়িয়ে দিন। দেখবেন, টিকটিকি কাছেও ঘেঁষবে না।

টিপস ৪

স্যাতস্যাতে জায়গাতেই টিকটিকির বাস হয়। তাই চেষ্টা করুন, নিয়মিত ঘর পরিষ্কার রাখতে।

টিপস ৫

ঘরের কোথাও জল জমলে, দ্রুত সেটা পরিষ্কার করে নিন। দেখবেন টিকটিকি আর আপনাকে বিরক্ত করবে না।

টিপস ৬