08 October, 2025 

দিওয়ালিতে তুলসী মঞ্জরি দিয়ে করুন এই প্রতিকার, ধনের ভাণ্ডার হবে পূর্ণ

Image Credits: Pinterest

TV9 Bangla Desk

হিন্দু ধর্মে পালিত বিশেষ উৎসবগুলির মধ্যে অন্যতম দীপাবলি। এই দিনে দেবী লক্ষ্মী, গণেশ ও কুবের দেবের পুজো করা হয়।

দীপাবলিতে দেব-দেবীদের পুজো

হিন্দু ধর্মে তুলসীকে অত্যন্ত সম্মান জানানো হয়। দীপাবলিতে তুলসীর মঞ্জরির বিশেষ ব্যবহার পরিবারে ধন-সম্পত্তি নিয়ে আসতে সাহায্য করে।

তুলসী মঞ্জরির প্রতিকার

দীপাবলিতে দেবী লক্ষ্মীর চরণে তুলসী মঞ্জরি নিবেদন করলে সেই পরিবারের ব্যক্তিদের জীবনে ও বাড়িতে সুখ ও সমৃদ্ধি আসে। ঝামেলা দূর হয় ও ইচ্ছেপূরণ হয়।

দেবী লক্ষ্মীকে নিবেদন

দীপাবলিতে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে তুলসী মঞ্জরি নিবেদন করলেও লক্ষ্মী দেবী সন্তুষ্ট হন। পারিবারিক জীবন সুখে পরিপূর্ণ হয়।

ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন

দীপাবলিতে তুলসী মঞ্জরি লাল কাপড়ে মুড়িয়ে টাকার বাক্সে বা সিন্দুকের মধ্যে রাখতে পারেন। এতে দেবী লক্ষ্মী প্রসন্ন হন।   

বাড়ির সিন্দুকে রাখতে পারেন

তুলসী মঞ্জরি গঙ্গা জলে ডুবিয়ে সারা বাড়িতে ছিটিয়ে দিতে পারেন। এতে সেই বাড়ির আর্থিক অবস্থা উন্নত হয়। নেতিবাচকতা দূর হয়।

গঙ্গা জলে তুলসী মঞ্জরি 

এ বছর দীপাবলি ২০ অক্টোবর। কার্তিক অমাবস্যা অবশ্য ২০ ও ২১ অক্টোবর দুই দিনই থাকবে। আর দিওয়ালিতে মানুষ মেতে উঠবে ২১ অক্টোবর।

দীপাবলি কবে?

যদি কারও বাড়িতে তুলসী গাছ না থাকে, তা হলে দীপাবলির দিন তুলসী গাছ বাড়িতে আনা ভাল। তা হলে পরিবারে ইতিবাচক আবহাওয়া তৈরি হয়।  

তুলসী গাছ বাড়িতে আনা

এই প্রতিবেদনের বক্তব্য হিন্দু শাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Banglaর।

বিশেষ দ্রষ্টব্য