15 October, 2025 

চিয়া সিড ও মধু মিশিয়ে বানান আইস কিউব, চুলের জেল্লায় দারুণ কার্যকরী

Image Credits: Pinterest, Getty Images 

TV9 Bangla Desk

চিয়া সিড ও মধুর আইস কিউব স্ক্যাল্পে ঘষলে রক্ত সঞ্চালন বেড়ে যায়। ফলে চুলের গোড়া মজবুত হয় এবং নতুন চুল গজাতে সাহায্য করে।

স্ক্যাল্পে রক্ত চলাচল বাড়ায়

চিয়া সিডে থাকা প্রোটিন ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড স্ক্যাল্পে পুষ্টি জোগায়। যার ফলে চুল পড়া কমে ও গোড়া শক্ত হয়।

চুলের গোড়া শক্ত করে

মধু প্রাকৃতিক হিউমেকট্যান্ট। যা আর্দ্রতা ধরে রাখে। ফলে বরফ গলে গেলে চুলে যে নরম আর্দ্রতা মিশে যায়, তা চুলকে করে মসৃণ ও উজ্জ্বল।

প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে

ঠান্ডা আইস কিউব স্ক্যাল্পের প্রদাহ কমায়। এবং মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ খুশকি প্রতিরোধে সাহায্য করে।

স্ক্যাল্পের চুলকানি ও খুশকি কমায়

চিয়া সিডের পুষ্টিগুণ ও মধুর ময়েশ্চারাইজিং প্রভাব চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা এনে দেয়। চুল দেখে মনে হবে ঠিক যেন হেয়ার স্পা করিয়েছেন।

চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে

গরমে স্ক্যাল্প অতিরিক্ত তেল উৎপন্ন করে। বরফের ঠান্ডা স্পর্শ সেই তেলতেল ভাব কমাতে পারে। সেইসঙ্গে মাথা রাখে ফ্রেশ ও ক্লিন।

স্ক্যাল্প ঠান্ডা রেখে তেলতেলে ভাব কমায়

চিয়া সিডে থাকা প্রোটিন ও আয়রন ফলিকলকে পুষ্টি দেয়। যার ফলে চুল ভাঙা বা রুক্ষ হওয়া অনেকটাই কমে যায়।

হেয়ার ফলিকল শক্ত করে তোলে

নিয়মিত এটি ব্যবহার করলে চুল ঘন ও ভরাট হয়। কারণ বরফের ঠান্ডা প্রভাব চুলের কিউটিকল টাইট করে রাখে।

চুলের ভলিউম বাড়ায়

এই আইস কিউব স্ক্যাল্পের জমে থাকা তেল, ধুলো ও প্রোডাক্ট বিল্ডআপ দূর করে, স্ক্যাল্পকে রাখে পরিষ্কার ও সুস্থ।

প্রাকৃতিক ডিটক্স হিসেবে কাজ করে