16  August, 2025

বাড়ির রংয়ে যখন জড়িয়ে ভাগ্য! জেনে নিন কোনটা শুভ আর কী অশুভ?

Credit - Pinterest 

TV9 Bangla

সকলের জীবনে রংয়ের বিরাট গুরুত্ব রয়েছে। বাস্তুশাস্ত্র ও ফেংশুই মানলে বাড়ির রং যে কোনও ব্যক্তির ভাগ্য বদলে দিতে পারে।

বাড়ির রং

সকল রং-এর আলাদা আলাদ অর্থ রয়েছে। বাস্তুশাস্ত্র মানলে, ঘরের রং অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার ফলে বাড়িতে রং করার সময় ভেবেচিন্তে বেছে নেওয়া দরকার।

রংয়ের অর্থ

এটি বুদ্ধিমত্তার প্রতীক। শক্তির প্রতীক লাল বা কমলা রং। আর কালো রং কঠোরতা ও নির্মমতাকে তুলে ধরে।

সবুজ রং

ইতিবাচক অর্থ বহন করে। সাদা রং স্নেহ, ধৈর্য ও শীতলতার প্রতীক রূপে বিবেচিত হয়। বাস্তুশাস্ত্র মতে বাড়ির ড্রয়িং রুম বা লিভিং রুমে সাদা, গোলাপির মতো হালকা রং ব্যবহার করা উচিত।

সাদা রং

বাড়ির বাচ্চা যদি অলস হয়, তাহলে তাদের রুমে লাল বা কমলা রং ব্যবহার করতে পারেন। আর যদি বাড়ির শিশু অ্যাক্টিভ হয়, তাহলে হলুদ বা সবুজ রং দিতে পারেন।

লাল বা কমলা

যে কোনও বাড়ির অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা রান্নাঘর। পুরো বাড়িতে শক্তি ছড়ায়। যাদের বাড়ির হেঁশেল দক্ষিণ দিকে, তারা লাল বা কমলা রং করতে পারেন।

রান্নাঘরের রং

কালো, বেগুনি ও নীল এইসকল রংগুলো শনি ও রাহুর রং। তাই বাস্তু মতে এই রংগুলি বাড়িতে করানো উচিত নয়।

কোন রং বাড়িতে করা উচিত নয়?

এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।

বিশেষ দ্রষ্টব্য