15  August, 2025

নারকেল ভেঙে কোনও কাজ করলে সত্যিই কি শুভ ফল মেলে?

TV9 Bangla

Credit -  Canva, Pinterest 

নারকেল একটি অত্যন্ত পুষ্টিকর খাবার। এতে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ এবং স্বাস্থ্যকর ফ্যাট থাকে।

নারকেলের বিরাট গুণ

হিন্দুধর্মে নারকেল ভেঙে যে কোনও শুভ কাজের সূচনা করা হয়। এটি সমৃদ্ধি, পবিত্রতা ও বাধা দূর করার প্রতীক।

নারকেল ভেঙে শুভ কাজের সূচনা

নারকেলকে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এর আস্তরণ শক্ত, ভেতরের শাঁস নরম ও সঙ্গে জল জীবনের তিনটি দিককে প্রতিনিধিত্ব করে।

ত্রিদেব যোগ!

নারকেল ভাঙা অহংকার ও বাধা ভেঙে ফেলার অন্যতম প্রতীক। যা যে কোনও রকম শুভ কাজে সাফল্য নিশ্চিত করে।

নারকেল ভাঙার অন্তর্নিহিত অর্থ

নারকেলের বিশুদ্ধ জল পবিত্রতার প্রতীক। তাই কোনও কাজের আগে নারকেল ভাঙলে সেই কাজ শুভ, বিশুদ্ধ হয় এবং মঙ্গলজনক হয়।

নারকেল ভাঙা কীসের প্রতীক?

নারকেল সমৃদ্ধি ও উর্বরতার প্রতীক। কাজের সাফল্য প্রার্থনা করে এটি ভাঙা হয়। বৈদিক সংস্কৃতিতে যজ্ঞ, হোমে নারকেল উৎসর্গ করা হয়। তাতে দেবতারা সন্তুষ্ট হন ও শুভ ফল মেলে।

বৈদিক সংস্কৃতিতে অর্থ

বিবাহ, গৃহস্থালীর অনুষ্ঠান, পুজোর আগে নারকেল ভাঙা হয়ে থাকে। যা সামাজিক ঐক্য ও মঙ্গলের প্রতীক। এটি সুখের বার্তাও বহন করে।

নানা কাজে এর ব্যবহার

এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা হিন্দুধর্ম থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।

বিশেষ দ্রষ্টব্য