কালচে ঠোঁট বদলে হবে গোলাপের পাপড়ির মতো! যদি মানেন এই টিপস
TV9 Bangla
Credit - Pinterest
সুন্দর গোলাপি ঠোঁট কে না পেতে চায়! কিন্তু সকলের ঠোঁটের রং তো আর গোলাপি হয় না। অনেকের ঠোঁটের রং কালচে হয়।
কালচে ঠোঁট
বেশ কয়েকটি ঘরোয়া উপায় কাজে লাগিয়ে গোলাপি ঠোঁট পাবেন। যেমন অ্যালোভেরা জেল লাগাতে পারেন। তাতে ঠোঁটে আর্দ্রতা ধরে রাখে ও পিগমেন্টেশন কমায়।
ঘরোয়া উপায়
সম পরিমাণ চিনি ও মধু মিশিয়ে হালকা করে ঠোঁটে ঘষে নিতে হবে। তা হবে মৃত কোষ উঠে যাবে এবং ঠোঁট নরম হবে।
চিনি ও মধুর স্ক্রাব
বিটরুটের প্রাকৃতিক রং ঠোঁটে গোলাপি আভা এনে দেয় এবং পুষ্টি দেয়। তাই বিটরুটের রস যদি ঠোঁটে লাগান, তা হলে গোলাপের পাপড়ির মতো হবে ঠোঁট।
বিটরুট রস লাগান
লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে যদি সপ্তাহে ২-৩ দিন লাগান, তা হলে ঠোঁটের কালচে দাগ ধীরে ধীরে হালকা হয়।
লেবু ও মধুর মিশ্রণ
যাদের ঠোঁট কালচে, তারা যদি রাতে ঘুমনোর আগে ঠোঁটে দুধের সর লাগিয়ে নেন, তা হলে ঠোঁট মসৃণ হয় ও গোলাপি আভা আসে।
দুধের সর
প্রতিদিন রাতে কেউ যদি নারকেল তেল লাগান, তা হলে ঠোঁট নরম হবে। ঠোঁট ফাটবেও না বেশি। ঠোঁটের ত্বক ময়েশ্চরাইজ থাকবে।
নারকেল তেল ম্যাসাজ
ঠোঁটের কালচে রং কমায়, প্রাকৃতিক রং ধীরে ধীরে উজ্জ্বল করে। এ ছাড়া শরীর হাইড্রেটেড থাকলে ঠোঁটের প্রাকৃতিক রঙ উজ্জ্বল থাকে। তাই বেশি বেশি জল পান করতে হবে।