10 August, 2025

এক চামচ চিনিতেই চকচকে ত্বক, পুজোর আগে এই ফেসপ্যাক প্যান্ডেল কাঁপাবে!

TV9 Bangla

Credit -  Pinterest 

চিনি শরীরের জন্য অতটাও ভাল নয়। পুষ্টিবিদদের মতে পরিমিত পরিমাণে চিনি খাওয়া উচিত। স্বাস্থ্যের জন্য না হলেও মিহি করে চিনি ত্বকের জন্য বেষ ভাল। রূপচর্চায় এটি বিরাট কার্যকরী।

ত্বকে চিনির ব্যবহার

চিনি ও মধু দিয়ে ফেসপ্যাক বানাতে পারেন। ১ চামচ চিনি, ১ চামচ মধু মিশিয়ে হালকা ঘষে ঘষে মিশ্রণটি লাগান। এটি ত্বক মসৃণ ও উজ্জ্বল হয়।

চিনির নানা ফেসপ্যাক

ত্বকের জন্য বেশ উপকারী চিনি ও লেবুর রসের ফেসপ্যাক। ১ চামচ চিনি ও হাফ চামচ লেবুর রস মিশিয়ে লাগান। এটি ট্যান ও দাগ হালকা করে।

চিনি ও লেবুর রসের ফেসপ্যাক

১ চামচ চিনি ও ১ চামচ নারকেল তেল মিশিয়ে ম্যাসাজ করতে হবে। তা হলে শুষ্ক ত্বকে আর্দ্রতা জোগায়।

চিনি ও নারকেল তেলের ফেসপ্যাক

১ চামচ চিনি এবং ১ চামচ দই মিশিয়ে মুখে লাগান। এর ফলে ত্বক ময়েশ্চারাইজ হয় ও ত্বক উজ্জ্বল করে।

চিনি ও দইয়ের ফেসপ্যাক

১ চামচ চিনির সঙ্গে ১ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে লাগান। এটি রোদে পোড়ার ফলে যে ট্যান ও জ্বলুনি হয়, সেটি কমাতে পারে।

চিনি ও অ্যালোভেরা জেলের ফেসপ্যাক

১ চামচ চিনি ও ঠান্ডা গ্রিন টি মিশিয়ে মুখে লাগান। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সতেজ করে।

চিনি ও গ্রিন টি-এর ফেসপ্যাক

১ চামচ চিনি ও ১ চামচ কফি পাউডারের সঙ্গে সামান্য অলিভ অয়েল মেশান। তা ভালো করে মুখে ঘষলে ডেড স্কিন ও ব্ল্যাকহেডস দূর করে।

চিনি ও কফির ফেসপ্যাক

১ চামচ চিনি, কাঁচা দুধ ও গোলাপজল মিশিয়ে মুখে লাগান। ত্বক উজ্জ্বল ও নরম, টানটান ও তরতাজা হয়।

চিনি, দুধ, গোলাপজলের ফেসপ্যাক