9 August, 2025

স্নেহের পরশ… ঋষভ-রিঙ্কুদের রাখিবন্ধন উদযাপন দেখুন ছবি

TV9 Bangla

Credit -  Instagram 

আজ, ৯ অগস্ট দেশজুড়ে রাখিবন্ধন উদযাপন করছেন সকলে। ভারতীয় ক্রিকেটাররাও তাতে সামিল হয়েছেন।

ক্রিকেটারদের রাখি বন্ধন উদযাপন

বোন নেহা সিংয়ের সঙ্গে ইন্সটাগ্রামে ছবি শেয়ার করেছেন ভারতীয় তরুণ তারকা ক্রিকেটার রিঙ্কু সিং। প্রতি বছর এই দিন নেহা রাখি পরান রিঙ্কুকে।

রাখিবন্ধনে মাতলেন রিঙ্কুরা

দেশের তারকা ক্রিকেটার দীপক চাহারের ইন্সটাগ্রামে ঢুঁ মারলে দেখা যায় তাঁকে তাঁর বোন মালতী চাহার রাখি পরিয়েছেন। দীপকের স্ত্রী ও তাঁর দাদাও উপস্থিত সেই ফ্রেমে।

দীপক-মালতীর রাখি উদযাপন

দেশের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থকে রাখি পরিয়েছেন তাঁর বোন সাক্ষী পন্থ। সেই মিষ্টি ছবি ইন্সটা স্টোরিতে শেয়ার করেছেন সাক্ষী।

ঋষভ-সাক্ষীর রাখি উদযাপন

ভারতীয় তারকা বোলার যুজি চাহালের দিদি গীতা চাহাল ইন্সটাগ্রামে ভাইয়ের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। রাখি বন্ধনের দিন ভাইকে ভালবাসা ও আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন।

যুজবেন্দ্র চাহালের রাখি উদযাপন

ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার সুরেশ রায়না নিজের ইন্সটাগ্রামে দিদি রেনু রায়নার রাখি পরানোর বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন।

সুরেশ রায়নার রাখি সেলিব্রেশন

বোন শ্রেষ্ঠা আইয়ারের সঙ্গে একটি ছবি শেয়ার করে রাখি বন্ধনের শুভেচ্ছা জানিয়ে ইন্সটাগ্রামে পোস্ট করেছেন দেশের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার।

শ্রেয়স আইয়ারের রাখি উদযাপন

সঞ্জয় বাঙ্গারের সন্তান অনায়া লিঙ্গ পরিবর্তন করার পর এ বছর প্রথম বার রাখি সেলিব্রেট করলেন। ভাইয়ের হাতে রাখি পরানোর ছবি শেয়ার করেছেন তিনি।

অনায়া বাঙ্গারের রাখি উদযাপন