8 August, 2025
বৃষ্টিতে ভিজে চপচপে জুতো-মোজা থেকে বোঁটকা গন্ধ বেরচ্ছো? রইল মুশকিল আসান
TV9 Bangla
Credit - Pinterest
টানা কয়েকদিন ধরে বৃষ্টি হলেই কোনও কোনও জায়গায় জল জমে যায়। আবার এমন নানা জায়গা রয়েছে, যেখানে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই রাস্তাঘাট জলের দখলে চলে যায়।
একটানা বৃষ্টি
বর্ষাকালে যে রাস্তায় জল জমে যায়, সেখানে হাঁটাচলা করতে গিয়ে বিরাট সমস্যা হয়। বৃষ্টিতে একবার জুতো-মোজা ভিজলে শুকনো হতেই চায় না।
জলমগ্ন রাস্তায় চলা দায়
বর্ষায় জুতো ও মোজা ঠিকমতো না শুকোলে তা থেকে দুর্গন্ধ বের হয়। গন্ধযুক্ত জুতো কেউই পরতে পারেন না।
জুতো-মোজা না শুকোলে
বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরলে জুতো খুলে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। এরপর জুতোর মধ্যে এক টুকরো পাতিলেবু কিংবা লেবুর খোসা রাখতে পারেন।
জুতো-মোজার গন্ধ দূর করতে কী করবেন?
বর্ষায় দুর্গন্ধ বের হওয়া জুতো-মোজাতে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল দিতে পারেন। এতে গন্ধ দূর হবে।
দুর্গন্ধ দূর করতে কী করবেন?
চেষ্টা করুন ওয়ারটার প্রুফ জুতো পরতে। এছাড়া যে জুতো ধুয়ে নেওয়া যায়, তা সাবান দিয়ে ধুয়ে নিয়ে পরতে পারেন। গন্ধ দূর হবে।
ওয়াটারপ্রুফ জুতো
ভিজে জুতো শুকনো কাপড় দিয়ে মুছে তাতে বেকিং সোডা ছড়ান। পরদিন জুতো পরার আগে ভাল করে মুছুন। তাতে জুতোর সব দুর্গন্ধ দূর হবে।
বেকিং সোডার ব্যবহার
জুতো পরার আগে পায়ে বেবি পাউডার মাখুন। মোজার ভিতরেও পাউডার ছড়াতে পারেব। তাতে পা ঘামা কমবে। আর যদি ঘাম হয়, তাতে পাউডার তা শুষে নেবে। দুর্গন্ধ ছড়াবে না।
বেবি পাউডার
জাস্ট লাগবে অ্যালোভেরা, তাহলেই তৈরি ‘ম্যাজিক শ্যাম্পু’
যে নারকেল তেল ব্যবহার করছেন, সেটা আসল নাকি নকল, বুঝবেন কীভাবে?
ঘরে অ্যাডেনিয়াম গাছ রাখলে সুখ-সমৃদ্ধি আসবে, নাকি শান্তি উধাও হবে?
আরও ওয়েব স্টোরি