5 August, 2025
ঘরে অ্যাডেনিয়াম গাছ রাখলে সুখ-সমৃদ্ধি আসবে, নাকি শান্তি উধাও হবে?
Credit - Pinterest , Getty Images
TV9 Bangla
অনেকে সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্ট দিয়ে বাড়ি সাজান। কেউ কেউ আবার সেগুলি বাস্তুশাস্ত্র মেনে বিশেষ দিকে রাখেন।
ইনডোর প্ল্যান্ট
অনেকে বাড়িতে অ্যাডেনিয়াম গাছ রাখেন। জানেন কি বাস্তুশাস্ত্র মতে এটি শুভ না অশুভ?
বাস্তুশাস্ত্র মতে আপনি কি বাড়িতে গাছ রাখেন?
একে ডেজার্ট রোজও বলা হয়। এই গাছ সাধারণত বাড়ির জন্য শুভ বলেই মনে করা হয়, বিশেষ করে বাস্তুশাস্ত্র অনুসারে।
অ্যাডেনিয়াম
অ্যাডেনিয়াম গাছটি বাড়িতে যেমন সৌন্দর্য ছড়ায়, তেমনই ইতিবাচক শক্তি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়।
ইতিবাচক শক্তি ছড়ায়
বাস্তুশাস্ত্রে, অ্যাডেনিয়াম গাছকে 'মরুভূমির গোলাপ' বলা হয়। এবং এই গাছটি সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত।
ভাগ্য খোলে
অনেকের বিশ্বাস এই গাছ বাড়িতে রাখলে যেহেতু ইতিবাচক শক্তি আকর্ষিত হয়, তাই তা বাড়ির পরিবেশকেও শান্ত করে।
বাড়ির পরিবেশে প্রভাব
অ্যাডেনিয়াম গাছ বাড়িতে রাখতে চান, তবে এটি এমন জায়গায় রাখুন যেখানে এটি পর্যাপ্ত সূর্যালোক পায় এবং ভালভাবে বৃদ্ধি পেতে পারে।
কোথায় রাখবেন?
এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
বিশেষ দ্রষ্টব্য
এই সপ্তাহেই রাখিপূর্ণিমা, জেনে নিন দিনক্ষণ ও রাখি পরানোর শুভ সময়
লাঞ্চ-ডিনারের পর চা পান করেন? জানেন শরীরের ভিতর কী কী ঘটে
বৃষ্টিতে ল্যাপটপ ভিজে গেলে কী করবেন?
আরও ওয়েব স্টোরি