5 August, 2025

এই সপ্তাহেই রাখিপূর্ণিমা, জেনে নিন দিনক্ষণ ও রাখি পরানোর শুভ সময়

Credit - Pinterest  

TV9 Bangla

চলতি সপ্তাহেই রাখিপূর্ণিমা। রাখি আসলে সম্পর্কের বন্ধনের এক উৎসব। এদিন ভাইয়ের মঙ্গল এবং ভাই-বোনের সম্পর্কের দৃঢ়তা কামনা করা হয়।

আসছে রাখি

ভাইয়ের মঙ্গল চেয়ে তার হাতে এক সুতো বাঁধার উৎসবই রাখিবন্ধন। এ বছর কবে পড়েছে রাখি? জেনে নিন রাখি বাঁধার শুভ সময় ও দিনক্ষণ।

রাখিবন্ধন

চলতি বছরে রাখিপূর্ণিমা ৯ অগস্ট। পড়েছে শনিবার। এই দিনে দেশের বিভিন্ন জায়গায় রাখিবন্ধন উৎসব পালিত হয়।

এ বছর কবে পড়েছে রাখিপূর্ণিমা?

রাখিকে অত্যন্ত পবিত্র বলে ধরা হয়। শুভ মুহূর্তে রাখি পরানো উচিত। চলুন জেনে নেওয়া যাক পঞ্জিকা মতে এ বছর রাখি পরানোর শুভ সময় কোনটি।

পবিত্র রাখি

পূর্ণিমা তিথি আরম্ভ - বাংলা: ২২ শ্রাবণ, শুক্রবার। ইংরেজি- ৮ অগস্ট, শুক্রবার। সময়- দুপুর ১টা ৫৫ মিনিট ২৬ সেকেন্ড।

গুপ্তপ্রেস পঞ্জিকা মত অনুযায়ী

পূর্ণিমা তিথি শেষ - বাংলা: ২৩ শ্রাবণ, শনিবার। ইংরেজি- ৯ অগস্ট, শনিবার। সময়- দুপুর ১টা ৩৯ মিনিট ৪৫ সেকেন্ড।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে

পূর্ণিমা তিথি আরম্ভ - বাংলা: ২৩ শ্রাবণ, শুক্রবার। ইংরেজি- ৮ অগস্ট, শুক্রবার। সময়- দুপুর ২টো ১৪ মিনিট।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী

পূর্ণিমা তিথি শেষ - বাংলাছ ২৪ শ্রাবণ, শনিবার। ইংরেজি- ৯ অগস্ট, শনিবার। সময়- দুপুর ১টা ২৫ মিনিট।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে