5 August, 2025
এই সপ্তাহেই রাখিপূর্ণিমা, জেনে নিন দিনক্ষণ ও রাখি পরানোর শুভ সময়
Credit - Pinterest
TV9 Bangla
চলতি সপ্তাহেই রাখিপূর্ণিমা। রাখি আসলে সম্পর্কের বন্ধনের এক উৎসব। এদিন ভাইয়ের মঙ্গল এবং ভাই-বোনের সম্পর্কের দৃঢ়তা কামনা করা হয়।
আসছে রাখি
ভাইয়ের মঙ্গল চেয়ে তার হাতে এক সুতো বাঁধার উৎসবই রাখিবন্ধন। এ বছর কবে পড়েছে রাখি? জেনে নিন রাখি বাঁধার শুভ সময় ও দিনক্ষণ।
রাখিবন্ধন
চলতি বছরে রাখিপূর্ণিমা ৯ অগস্ট। পড়েছে শনিবার। এই দিনে দেশের বিভিন্ন জায়গায় রাখিবন্ধন উৎসব পালিত হয়।
এ বছর কবে পড়েছে রাখিপূর্ণিমা?
রাখিকে অত্যন্ত পবিত্র বলে ধরা হয়। শুভ মুহূর্তে রাখি পরানো উচিত। চলুন জেনে নেওয়া যাক পঞ্জিকা মতে এ বছর রাখি পরানোর শুভ সময় কোনটি।
পবিত্র রাখি
পূর্ণিমা তিথি আরম্ভ - বাংলা: ২২ শ্রাবণ, শুক্রবার। ইংরেজি- ৮ অগস্ট, শুক্রবার। সময়- দুপুর ১টা ৫৫ মিনিট ২৬ সেকেন্ড।
গুপ্তপ্রেস পঞ্জিকা মত অনুযায়ী
পূর্ণিমা তিথি শেষ - বাংলা: ২৩ শ্রাবণ, শনিবার। ইংরেজি- ৯ অগস্ট, শনিবার। সময়- দুপুর ১টা ৩৯ মিনিট ৪৫ সেকেন্ড।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে
পূর্ণিমা তিথি আরম্ভ - বাংলা: ২৩ শ্রাবণ, শুক্রবার। ইংরেজি- ৮ অগস্ট, শুক্রবার। সময়- দুপুর ২টো ১৪ মিনিট।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী
পূর্ণিমা তিথি শেষ - বাংলাছ ২৪ শ্রাবণ, শনিবার। ইংরেজি- ৯ অগস্ট, শনিবার। সময়- দুপুর ১টা ২৫ মিনিট।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে
অগস্ট মাসে জন্ম হওয়া ব্যক্তিরা কেমন চরিত্রের হন?
ভয়ের স্বপ্ন দেখে কেঁপে উঠছেন! কেন হচ্ছে এমন? প্রেমানন্দ মহারাজ বলছেন…
কলকাতা, কালনা নাকি জয়পুর, কোন জায়গাকে বলে রাখির দূর্গ?
আরও ওয়েব স্টোরি