2 August, 2025

ভয়ের স্বপ্ন দেখে কেঁপে উঠছেন! কেন হচ্ছে এমন? প্রেমানন্দ মহারাজ বলছেন...

Credit - Pinterest, Getty Images 

TV9 Bangla

অনেক ব্যক্তি নিয়মিত স্বপ্ন দেখেন। কখনও তা হয় ভালো, কখনও আবার ভয়ঙ্কর। অনেকে ভয়ের স্বপ্ন দেখে কেঁপে ওঠেন।

স্বপ্ন দেখা

কেউ কেউ ভয়ের স্বপ্ন কেন দেখছেন, তার অর্থও বুঝতে পারেন না। বৃন্দাবনের জনপ্রিয় আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ এর অর্থ জানিয়েছেন।

ভয়ের স্বপ্ন

যদি কোনও ব্যক্তি অজান্তে কোনও পাপ করেন, তা হলে তিনি খারাপ স্বপ্ন দেখেন। এমনটাই বলেছেন প্রেমানন্দ মহারাজ।

অজান্তে পাপ

প্রেমানন্দ মহারাজের কথায়,  'এই ধরুন আচমকা আমাদের কারও পা কোনও জীবের উপর পড়েছে, কীটপতঙ্গ বা ব্যাঙের উপর পা পড়ার ফলে সেটি মারা গিয়েছে।'

স্বপ্নের অর্থ

প্রেমানন্দ মহারাজ জানান, কেউ তো ইচ্ছে করে নিরপরাধী জীবকে মারে না, তাই এমনটা হলে যে জীব মারা যাচ্ছে, সে স্বপ্নে আসে এবং ওই ব্যক্তিকে কষ্ট দেয়।

অনিচ্ছাকৃত কর্ম

স্বপ্নে যদি দেখেন কেউ আপনাকে কাটতে, মারছে, শাস্তি দিচ্ছে, তা হলে যে কেউ ভয় পাবে, তারপর ঘুম ভাঙলেই দেখা যায় সব স্বাভাবিক আছে।

ভয়ের স্বপ্নের অর্থ

মাঝে মাঝে বেশ কিছু স্বপ্নের কোনও অর্থ হয় না। মানুষ যেমন বসে বসে ব্যর্থ কল্পনা করে, ঠিক তেমনই বেশ কিছু স্বপ্নের কোনও অর্থ হয় না।

অর্থহীন স্বপ্ন!

এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।

বিশেষ দ্রষ্টব্য