2 August, 2025

রান্নাঘরে নুন ও হলুদের কৌটো একসঙ্গে রাখা শুভ না অশুভ? বাস্তুশাস্ত্র বলছে...

Credit - Pinterest, Canva  

TV9 Bangla

প্রতিটি মানুষ দৈনন্দিন জীবনে চলার পথে নানা ছোটখাটো ভুলভ্রান্তি করে থাকেন। অনেকেই জানেন না বাড়ির কোন জায়গায় কোন জিনিস রাখলে শুভ এবং অশুভ ফল মেলে।

শুভ-অশুভ

 রান্নাঘরের সঙ্গে বাস্তুদোষের এক যোগ রয়েছে। আসলে বাস্তুশাস্ত্রে উল্লেখ রয়েছে বেশ কিছু জিনিস রান্নাঘরে ঠিক করে না রাখলে জীবনে অশান্তি বাড়ে।

রান্নাঘরে বাস্তুদোষের যোগ

রান্নাঘরে বেশ কিছু জিনিস একসঙ্গে রাখতে নেই। তার মধ্যে রয়েছে নুন ও হলুদ। কমবেশি সকলের বাড়ির হেঁশেলে নুন ও হলুদের কৌটো একসঙ্গে রাখি।

নুন-হলুদ একসঙ্গে নয়

বাস্তুশাস্ত্র মতে রান্নাঘরে নুন ও হলুদের কৌটো একসঙ্গে রাখা হলে আর্থিক অবনতির আশঙ্কা তৈরি হয়।

বাস্তুশাস্ত্র কী বলছে?

বাস্তুশাস্ত্র মতে এর ফলে বাড়িতে অশান্তি হয়। যে ব্যক্তি এমনটা করেন, তার মানসিক চাপ হয়। অনেকের সঙ্গে ভুল বোঝাবুঝির সম্ভবনা তৈরি হয়।

অশান্তি ধেয়ে আসে!

যে বাড়িতে হলুদ ও নুনের কৌটো একসঙ্গে থাকে, সেখানে থাকা ব্যক্তিদের দাম্পত্য জীবনে প্রভাব পড়ে।

দাম্পত্য জীবনে অশান্তি! 

এই অভ্যাস থাকা অর্থক্ষয়ের ইঙ্গিতও দেয়। যেমন - অর্থ আসলেও টেকে না, বা হঠাৎ খরচ বেড়ে যেতে পারে।

অর্থক্ষতির সম্ভবনা

এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।

বিশেষ দ্রষ্টব্য