শুকনো গাছ হবে তরতাজা, হেঁশেলের এই ৫ উপাদান দিয়ে বানান সার
Credit - Pinterest
TV9 Bangla
শুকনো বা প্রায় মরে যাওয়া গাছে আবার প্রাণ ফেরাতে চাইলে শুধু জল দিলেই হবে না। গাছের প্রয়োজন সঠিক পুষ্টি।
শুকনো গাছের পুষ্টি
প্রাকৃতিক সার দিয়ে যে কোনও মৃতপ্রায় গাছেও আবার নতুন কুঁড়ি ও পাতা আসতে পারে। জেনে নিন হেঁশেলে থাকা ৫ উপাদান, যা দিয়ে প্রাকৃতিক সার তৈরি করা যায়।
প্রাকৃতিক সার
সবজির বাদ দেওয়া অংশ, ফলের খোসা, চায়ের পাতা, ডিমের খোসা ইত্যাদি দিয়ে তৈরি। এতে নাইট্রোজেন, ফসফরাস, পটাসিয়াম থাকে।
কিচেন ওয়েস্ট কম্পোস্ট
এতে ক্যালসিয়াম কার্বোনেট রয়েছে। যা মাটির পিএইচ নিয়ন্ত্রণ করে, গাছের শিকড় শক্ত করে, নতুন কুঁড়ি আসতে সাহায্য করে। শুকনো গাছের চারপাশে মাটির সঙ্গে এটি মিশিয়ে দিন।
ডিমের খোসা গুঁড়ো
এতে রয়েছে নাইট্রোজেন। যা শুকিয়ে যাওয়া পাতায় প্রাণ ফেরায়, সেইসঙ্গে মাটির বায়ুচলাচল বাড়ায়। গাছের গোড়ায় দিন বা মাটির সঙ্গে মেশান ব্যবহৃত চায়ের পাতা।
ব্যবহৃত চায়ের পাতা
এতে রয়েছে পটাশিয়াম এবং ফসফরাস। যা ফুল ও ফলের গাছের জন্য আদর্শ। এটি শুকনো ডালেও নতুন চারা গজাতে সাহায্য করে।
কলা ও কলার খোসার সার
শুকিয়ে যাওয়া গাছের গোড়ায় চাল ধোওয়া জল দিতে পারেন। কোনও রকম মশলা বা লবণ যেন না থাকে, সেদিকে নজর রাখতে হবে।
চাল ধোওয়া জল
যখনই গাছের গোড়ায় সার দেবেন, তারপর হালকা করে জল দিন। লক্ষ্য রাখবেন জল যেন জমে না থাকে। প্রয়োজনে গাছ ছাঁটাই করতে হবে।