কলকাতা, কালনা নাকি জয়পুর, কোন জায়গাকে বলে রাখির দূর্গ?
Credit - Pinterest
TV9 Bangla
দেশজুড়ে রাখিবন্ধন উৎসবের প্রস্তুতি চলছে। এ বছর ৯ অগস্ট অর্থাৎ শনিবার রাখি পূর্ণিমা। ভারতের বিভিন্ন জায়গায় রাখি তৈরি হয়। তবে কয়েকটি এমন জায়গা রয়েছে, যাকে রাখির গড় বলা হয়।
রাখিবন্ধন
রাখির কথা উঠলে জয়পুর, কলকাতার নাম অতি অবশ্যই আসে। অবশ্য বাস্তবে এই দুটি জায়গাই শুধু রাখির দূর্গ হিসেবে পরিচিত নয়।
দেশের কোন জায়গার রাখি বিখ্যাত?
পশ্চিমবঙ্গের হুগলি নদীর তীরে অবস্থিত কালনা শহরকে সত্যিকার অর্থে রাখির দূর্গ বলা হয়। কারণ, কালনায় প্রচুর পরিমাণে রাখি তৈরি হয়।
কলকাতার পাশাপাশি কালনা
কালনার সবচেয়ে বড় শিল্পের একটি রাখি তৈরি। পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি রাখি এই জায়গাতেই পাওয়া যায়।
রাখি শিল্প
রেশম, তুলো, মুক্তো ও ধাতু দিয়ে তৈরি নানা স্টাইলের রাখি এখানে পাওয়া যায়। ঐতিহ্যবাহী থেকে শুরু করে হালফিলের ফ্যাশনে ইন রাখি কালনায় পাওয়া যায়।
কেমন ধরনের রাখি?
কালনা ছাড়া রাজস্থানের জয়পুর পাথরের রাখির জন্য বিখ্যাত। এখানকার রাখি সারা দেশেই খুব জনপ্রিয়।
পাথরের রাখির জন্য জয়পুর
জরির রাখি কলকাতায় খুবই জনপ্রিয়। সারা দেশের বিভিন্ন প্রান্তে এই স্টাইলের রাখি সাদরে গৃহীত হয়।
কলকাতার জরির রাখি
রাখির স্টাইল আগের থেকে অনেক বদলে গিয়েছে। আগে হাতভর্তি যে রাখি পাওয়া যেত, তা মার্কেটে রয়েছে ঠিকই, পাশাপাশি স্পেশাল কাজ করা রাখিতে ছেয়েছে বাজার।