3 August, 2025

অগস্ট মাসে জন্ম হওয়া ব্যক্তিরা কেমন চরিত্রের হন?

Credit - Pinterest, Canva

TV9 Bangla

এক এক জন মানুষের জন্মসংখ্যা, রাশির উপর ভিত্তি করে বোঝা যায় সেই ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে।

জন্ম রহস্য

যেমন কারও হাতের ৫টি আঙুল সমান নয়, তেমনই প্রতিটি মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যও আলাদা আলাদা হয়।

সকলে আলাদা

শাস্ত্র দেখলে জন্মের মাস অনুযায়ী কোনও ব্যক্তি হন নির্ভীক, কেউ আবার সরল, কেউ আবার অত্যন্ত বিপজ্জনক।

চারিত্রিক বৈশিষ্ট্য

শুরু হয়েছে অগস্ট মাস, জেনে নিন এই মাসে জন্ম হওয়া ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন। জ্যোতিষীদের মতে, অগস্ট মাসে জন্ম হওয়া ব্যক্তিরা সরল প্রকৃতির হন।

অগস্টে জন্মালে কী হয়?

অগস্টে জন্মানো জাতক ও জাতিকারা সাধারণত নিষ্পাপ মনের হয়ে থাকেন। সেই সঙ্গে এ মাসে জন্মানো জাতক-জাতিকারা যে কোনও রকমের ঝামেলা থেকে নিজেদের দূরে রাখতে বরাবর পছন্দ করেন।

কেমন মানুষ?

কোনওরকম জটিল ভাবনার ফাঁদে তাঁরা পা দেন না। অগস্টে জন্ম হয় যাঁদের, তাঁরা স্পষ্টবক্তাও হন। পাশাপাশি কোনও রকম ঝামেলা ছাড়াই জীবন কাটাতে পছন্দ করেন।

ঠান্ডা প্রকৃতির মানুষ

অগস্ট ছাড়া জানুয়ারি, জুন এবং নভেম্বর মাসে জন্ম হওয়া জাতক ও জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য একইরকম হয়।

মাস দেখে যায় চেনা!

বিশেষ দ্রষ্টব্য - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা জ্যোতিষশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।

বিশেষ দ্রষ্টব্য