2 August, 2025

বেডরুমে ক্যালেন্ডার রাখেন? আপনার জীবনে কী হচ্ছে জানেন

Credit - Pinterest, Getty Images , Canva

TV9 Bangla

অনেকের বাড়িতে দেখা যায় নানারকমের ক্যালেন্ডার। কারও কারও ঘরের কোথাও টেবিল ক্যালেন্ডার যেমন দেখা যায়, তেমনই কোথাও দেখা মেলে দেওয়ালে ক্যালেন্ডার ঝোলানো।

বাড়িতে ক্যালেন্ডার

যদি বাস্তুশাস্ত্র দেখা হয়, সেখানে উল্লেখ রয়েছে ক্যালেন্ডারের সব ছবি যে কোনও দেওয়ালে ঝোলানো ঠিক নয়।

বাস্তুশাস্ত্র কী বলছে? 

বাস্তুশাস্ত্র মেনে ক্যালেন্ডারের জন্য সঠিক দেওয়াল না বেছে নিলে মঙ্গলের জায়গায় অমঙ্গল বেশি হয়।

ক্যালেন্ডারের ছবি ডাকে বিপদ!

অনেকের বাড়িতে দেখা যায় বিভিন্ন জায়গায় ক্যালেন্ডার ঝুলছে। বেডরুমেও অনেকে ক্যালেন্ডার ঝুলিয়ে রাখেন।

বেডরুমে ক্যালেন্ডার রাখেন?

যে কারও বেডরুমে রাধাকৃষ্ণের ছবি দেওয়া ক্যালেন্ডার রাখা ভাল। এর ফলে দম্পতির মধ্যে সুসম্পর্ক বজায় থাকে।

বেডরুমে কোন ক্যালেন্ডার রাখা ভালো? 

উত্তর বা পূর্ব দিকে ক্যালেন্ডার ঝোলানো সবচেয়ে শুভ। এই দিকগুলি ইতিবাচক শক্তি ও উন্নতির দিক বলে ধরা হয়।

কোনদিকে ক্যালেন্ডার রাখা শুভ? 

ক্যালেন্ডার যেন বহু পুরোনো বা ছেঁড়াফাটা না হয়। আসলে পুরোনো ক্যালেন্ডার নেতিবাচক শক্তি ধরে রাখে।

মাথায় রাখবেন 

এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।

বিশেষ দ্রষ্টব্য