3 August, 2025

বৃষ্টিতে ল্যাপটপ ভিজে গেলে কী করবেন?

Credit - Pixabay, Unsplash 

TV9 Bangla

বর্ষাকাল অনেকের খুব পছন্দের। আবার অনেকের কাছে দুর্বিষহ! এই মেঘ-ছায়া সুন্দর আকাশ। আবার পরক্ষণেই ঝমঝম করে বৃষ্টি।

বর্ষার হাল!

ধরুন ছাতা নিয়ে রাস্তায় বেরোতে ভুলে গিয়েছেন। আর আচমকা সঙ্গে থাকা ল্যাপটপটি ভিজে গেল। এবার কী করবেন?

বৃষ্টিতে আপনার ল্যাপটপ ভিজেছে?

হঠাৎ ঝমঝম করে বৃষ্টিতে ল্যাপটপ ভিজে গেলে সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি। এমন পরিস্থিতিতে ঠিক কী করবেন, জেনে নিন সেই টিপস।

সঠিক পদক্ষপ

ল্যাপটপ বৃষ্টিতে ভিজে গেলে প্রথমেই সুইচ অফ করতে হবে। যদি চার্জারে লাগানো থাকে, সেটি খুলে ফেলুন। ভেজা থাকাকালীন বিদ্যুৎ সংযোগ থাকলে শর্ট সার্কিট হতে পারে।

বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে হবে

আপনার ল্যাপটপের ব্যাটারি যদি খোলা যায়, তা সেটি খুলে ফেলতে হবে। পাশাপাশি হার্ডডিস্ক, র‍্যাম ও অন্যান্য খোলা অংশগুলোকেও সতর্কতার সঙ্গে আলাদা খুলতে হবে।

ব্যাটারি ও অন্য যন্ত্র খুলতে হবে

ল্যাপটপের বাইরের ও ভেতরের অংশে যতটা সম্ভব শুকনো কাপড় বা তোয়ালে দিয়ে মুছতে হবে। ভেতরে জল ঢুকে গেলে ভাল করে মুছতে হবে।

শুকনো কাপড় বা তোয়ালে দিয়ে মুছতে হবে

ল্যাপটপটি উল্টো করে অর্থাৎ কীবোর্ড নীচে ও স্ক্রিন ওপরের দিকে রাখতে হবে। যদি জল ভেতরে থাকে, তা হলে বেরিয়ে আসবে।

উল্টে করে শুকোতে পারেন

অনেকে হেয়ার ড্রায়ার দিয়ে ল্যাপটপ শুকোতে যান, তাতে অতিরিক্ত তাপের ফলে ল্যাপটপের নানা অংশের ক্ষতি হয়। তাই হেয়ার ড্রায়ার অল্প দিতে পারেন। বেশি নয়।

হেয়ার ড্রায়ার ব্যবহারে সতর্কতা