একটি পরিষ্কার বাটিতে অ্যালোভেরা জেল, নারকেল তেল ও এসেনশিয়াল অয়েল যোগ করুন। আবার মেশান। এরপর মিশ্রণটি একটি কাচের বা প্লাস্টিক বোতলে ঢেলে রাখুন। ব্যবহারের আগে হালকা ঝাঁকিয়ে নিন।
প্রস্তুত প্রণালী
চুলের আর্দ্রতা বজায় রাখে, শুষ্কতা কমায়, চুলকে নরম ও মসৃণ করে। খুশকি নিয়ন্ত্রণ করে, চুল পড়া কমায়, চুলের গোড়া মজবুত করে ও স্ক্যাল্পে ঠান্ডা অনুভূতি দেয়।
কী কী উপকারিতা?
উল্লেখ্য, বাজারচলতি শ্যাম্পু দিয়ে প্রথমে চুল ধুতে পারেন। এরপর হোমমেড অ্যালোভেরার শ্যাম্পু চুলে মেখে ১৫ মিনিট রাখুন। তারপর সাধারণ জল দিয়ে চুল ধুতে হবে।