8 August, 2025

জাস্ট লাগবে অ্যালোভেরা, তাহলেই তৈরি 'ম্যাজিক শ্যাম্পু'

TV9 Bangla

Credit -  Unsplash, Canva 

চুল পরিষ্কার করার জন্য শ্যাম্পু মাখেন কমবেশি সকলে। বাজারে নানা ধরনের শ্যাম্পু পাওয়া যায়। সেগুলো রাসায়নিকযুক্ত।

শ্যাম্পু

যদি রাসায়নিকযুক্ত শ্যাম্পু ব্যবহার না করতে চান, তা হলে অ্যালোভেরা জেল দিয়ে তা বানিয়ে নিতে পারেন।

অ্যালোভেরা শ্যাম্পু

আজকাল কমবেশি সকলের বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে। তা দিয়েই বানিয়ে নিতে পারবেন এই শ্যাম্পু।

কীভাবে বানাবেন অ্যালোভেরা শ্যাম্পু

অ্যালোভেরা জেল হাফ কাপ (তাজা পাতার ভেতরের জেল বা বাজারের বিশুদ্ধ জেল), সঙ্গে নারকেল তেল বা জলপাই তেল ২ টেবিল চামচ।

অ্যালোভেরা শ্যাম্পু বানানোর উপায়

অ্যালোভেরা শ্যাম্পু বানানোর জন্য মেশাতে পারেন এসেনশিয়াল অয়েল (ল্যাভেন্ডার/রোজমেরি) – ৮-১০ ফোঁটা (ইচ্ছে হলে, সুগন্ধের জন্য)।

এসেনশিয়াল অয়েল

একটি পরিষ্কার বাটিতে অ্যালোভেরা জেল, নারকেল তেল ও এসেনশিয়াল অয়েল যোগ করুন। আবার মেশান। এরপর মিশ্রণটি একটি কাচের বা প্লাস্টিক বোতলে ঢেলে রাখুন। ব্যবহারের আগে হালকা ঝাঁকিয়ে নিন।

প্রস্তুত প্রণালী

চুলের আর্দ্রতা বজায় রাখে, শুষ্কতা কমায়, চুলকে নরম ও মসৃণ করে। খুশকি নিয়ন্ত্রণ করে, চুল পড়া কমায়, চুলের গোড়া মজবুত করে ও স্ক্যাল্পে ঠান্ডা অনুভূতি দেয়।

কী কী উপকারিতা?

উল্লেখ্য, বাজারচলতি শ্যাম্পু দিয়ে প্রথমে চুল ধুতে পারেন। এরপর হোমমেড অ্যালোভেরার শ্যাম্পু চুলে মেখে ১৫ মিনিট রাখুন। তারপর সাধারণ জল দিয়ে চুল ধুতে হবে।

বিশেষ দ্রষ্টব্য