8 August, 2025

ভাইকে রাখি তো পরাবেন, জানেন ঠিক ক'টি গিঁট দেওয়া শুভ?

TV9 Bangla

Credit -  Pixabay, Unsplash, Canva

ভাইয়ের মঙ্গল কামনায় দিদি রাখি বাঁধে হাতে। এ দৃশ্য বেশ পরিচিত। ৯ অগস্ট দেশের বিভিন্ন অংশে এই চেনা ছবি ফের দেখা যাবে।

পবিত্র রাখিবন্ধন

দাদা, ভাইকে রাখি তো পরান, আপনি কি জানেন ঠিক তা পরানোর সময় ঠিক কতগুলো গিঁট বাঁধতে হয়?

রাখিতে ক'টি গিঁট বাঁধবেন?

শাস্ত্র মতে রাখি বাঁধার সময় তিনটি গিঁট বাঁধতে হয়। ওই তিনটি গিঁটের অর্থ সুরক্ষা, সম্পর্কের দৃঢ়তা ও সমৃদ্ধি।

শাস্ত্র কী বলছে?

রাখি বাঁধার সময় যে তিনটি গিঁট বাঁধা হয়, তার বিশেষ অর্থ রয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে, তিনটি গিঁট ত্রিদেবকে উদ্দেশ্য করে বাঁধা হয়।

তিনটি গিঁটের অর্থ

রাখি বাঁধার সময় প্রথম গিঁটটি ব্রহ্মার উদ্দেশ্যে বাঁধা হয়। যিনি বিশ্বের সৃষ্টিকর্তা। এটি জীবনে পজিটিভ এনার্জির সঞ্চার ঘটায়।

প্রথম গিঁটের অর্থ

এটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে বাঁধা হয়। তাঁকে বিশ্বের রক্ষাকর্তা বলা হয়। ভাইকে রক্ষা করার জন্য, তাকে সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের আশীর্বাদের জন্য দ্বিতীয় গিঁট বাঁধা হয়।

দ্বিতীয় গিঁটের অর্থ

এটি মহাদেবের উদ্দেশ্যে বাঁধা হয় বলে মনে করা হয়। যিনি ধ্বংসকারী এবং পরিত্রাণদাতা। এই গিঁটটি অশুভ শক্তি থেকে সুরক্ষা করে, খারাপ কাজ থেকে বিরত রাখে।

তৃতীয় গিঁটের অর্থ

এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা জ্যোতিষশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।

বিশেষ দ্রষ্টব্য