02 October, 2025
বিজয়া দশমীর বরণডালায় কী রাখবেন, কোন নিয়ম মানবেন?
Image Credits: PTI
TV9 Bangla Desk
উমার বাড়ি ফিরে যাওয়ার পালা এসেছে। বিজয়া দশমী মানেই বিদায়ের সুর। দুর্গাপুজোর অবসানের দিন মাকে বরণ করতে হয়।
দেবী দুর্গার বরণ
বিজয়া দশমীর দিন একাধিক রীতি মেনে দেবী দুর্গাকে বরণ করা হয়। বাপের বাড়ি ছেড়ে উমা এ দিন কৈলাসে পাড়ি দেন।
রীতি মানা
নিয়ম মেনে সিঁদুর, পান, সুপুরি, পানেল খিলি, মিষ্টি, ১ টাকার মুদ্রা ও জল রাখতে হয়। সতর্ক থাকলে ধূপ ও প্রদীপও রাখতে পারেন।
বরণডালায় কী কী রাখবেন?
বিজয়া দশমীর দিন দেবী দুর্গাকে বরণ করার সময় প্রথমে দশভূজার সিঁথি ও বাম হাতের শাঁখায় সিঁদুর দিতে হয়।
নিয়ম
বিজয়া দশমীর দিন বরণ করার সময় দু'টি পানপাতা দিয়ে মা দুর্গার মুখ হালকা করে মুছিয়ে দেওয়া হয়।
পানপাতার ব্যবহার
দশভূজার সিঁধি ও বাম হাতের শাঁখায় সিঁদুর দেওয়ার পর পান পাতা দিয়ে মুখ মোছানো হলে ধান ও দূর্বা দিয়ে দেবীকে প্রণাম করতে হয়।
ধান-দূর্বা দিয়ে প্রণাম
অন্য সকল আচার মেনে নেওয়ার পর মাকে মিষ্টি খাওয়ানো হয়। এবং মিষ্টিমুখের পর জলপান করানোর পালা চলে। পানের খিলিও দেওয়া হয়।
মিষ্টিমুখের পালা
মা দুর্গাকে বরণ করার পর একে একে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক ও তাঁদের প্রত্যেকের বাহনদেরও বরণ করতে হয়। এই পর্ব মিটলে হয় সিঁদুরখেলা।
দেবীর পরিবারের সকলকে বরণ
পুজোয় নতুন জুতো পরে ফোস্কা? রাতারাতি আরাম পেতে মানুন এই টিপস
সিঁদুর খেলার পর ত্বকে জ্বালা? ঘরোয়া উপায়ে করুন সমাধান
পুজোয় রোজ ফুল মেকআপ করে ঠাকুর দেখেছেন, দশমীর পর কীভাবে ত্বকের যত্ন নেবেন?
আরও ওয়েব স্টোরি