সিঁদুর খেলার পর ত্বকে জ্বালা? ঘরোয়া উপায়ে করুন সমাধান
Image Credits: PTI
TV9 Bangla Desk
সিঁদুরের রং তোলার পর যদি জ্বালা শুরু হয়, তবে ঠান্ডা জল দিয়ে আলতো করে মুখে ঝাপটা দিন। এটি ত্বকের তাপমাত্রা কমাবে এবং প্রদাহ বা জ্বালা-পোড়া কমাতে তাৎক্ষণিক স্বস্তি দেবে।
ঠান্ডা জলের ব্যবহার
সিঁদুর খেলার পরপরই রং তোলার জন্য কড়া সাবান বা ফেস ওয়াশ ব্যবহার করবেন না। এর বদলে নারকেল তেল ব্যবহার করে আলতো হাতে ম্যাসাজ করে সিঁদুর তুলুন।
নারকেল তেলের ম্যাসাজ
অ্যালোভেরা জেলের শীতল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ আছে। জ্বালা-পোড়াযুক্ত স্থানে ফ্রেশ অ্যালোভেরা জেল লাগান। যা ত্বককে শান্ত করবে ও দ্রুত আরাম দেবে।
অ্যালোভেরা জেল
২ চামচ টক দই এবং ১ চামচ মধু মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এটি ক্ষতিগ্রস্ত ত্বকে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। দই শীতলতা দেবে এবং মধু ত্বকের আর্দ্রতা ধরে রাখবে।
দই ও মধুর প্যাক
চন্দন গুঁড়ো ত্বকের জ্বালা কমানোর জন্য প্রাচীনকাল থেকেই পরিচিত। চন্দন গুঁড়োর সঙ্গে গোলাপ জল মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন এবং আক্রান্ত স্থানে আলতো করে লাগান।
চন্দনের প্রলেপ
শসা বা আলু গ্রেট করে রস বের করুন। সেই রস একটি কটন বলের সাহায্যে জ্বালাযুক্ত ত্বকে লাগান। এর ফলে লালচে ভাব এবং চুলকানি কমে যাবে।
সিঁদুর খেলার পর বা ত্বকের জ্বালা শুরু হলে সূর্যের তীব্র তাপ এবং সরাসরি রোদ থেকে ত্বককে বাঁচান। সূর্যের তাপ জ্বালা এবং অ্যালার্জির মাত্রা আরও বাড়াতে পারে।
সরাসরি রোদ এড়িয়ে চলুন
পরবর্তী কয়েকদিন খুবই মৃদু, সুগন্ধমুক্ত ফেস ওয়াশ ব্যবহার করুন। ক্ষারযুক্ত বা কেমিক্যালযুক্ত সাবান ব্যবহার করবেন না, কারণ এটি ত্বকের সংবেদনশীলতা আরও বাড়িয়ে দেবে।