ত্বককে টানটান ও উজ্জ্বল রাখার জন্য এখন অনেকেই বোটক্স ট্রিটমেন্টের দিকে ঝুঁকছেন। তবে প্রাকৃতিক উপাদান দিয়ে বাড়িতেই বানানো যায় বোটক্সের মতো কার্যকর একটি জেল।
বাড়িতে বোটক্স জেল
এটি বেস হিসেবে ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করলে ত্বক অনেক বেশি ময়েশ্চারাইজড থাকে।
অ্যালোভেরা জেল নিন
যদি বাড়িতে বোটক্স জেল বানাতে চান, তা হলে ডিমের সাদা অংশ যোগ করতে পারেন। এটি প্রাকৃতিক ভালে টানটান ভাব আনে।
ডিমের সাদা অংশ মেশান
ত্বককে হাইড্রেটেড রাখতে মধু বেশ কার্যকরী। এ ছাড়া মধুতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বক হাইড্রেটেড রাখে।
মধু যোগ করুন
হালকা ব্রাইটেনিং ভাব আনতে হোমমেড বোটক্স জেলে লেবুর রস মেশাতে পারেন। এটি তৈলাক্ত ত্বকে বেশি উপকারী।
লেবুর রস মেশান
একটি পরিষ্কার পাত্রে সব উপাদান একসঙ্গে মিশিয়ে নিন। যাতে মসৃণ জেলের মতো কনসিসটেন্সি হয়।
সব উপাদান মিশিয়ে ব্লেন্ড করুন
চোখের চারপাশ ও ফাইন লাইন অংশে হালকা করে ব্যবহার করুন। ১৫–২০ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে টানটান ভাব স্পষ্ট হবে।