27 September, 2025
বড়মার মন্দিরে ভোগ খাওয়ার ব্যবস্থা চালু, কবে-কোন সময় পাবেন?
Image Credits: Boro Maa Naihati & Bhoj Adda Facebook
TV9 Bangla Desk
কলকাতার নানা মন্দিরে ভোগ বিতরণের ব্যবস্থা রয়েছে। দক্ষিণেশ্বর, আদ্যাপীঠে কুপনের মাধ্যমে ভোগ বিতরণ করা হয়। আর বড়মার মন্দিরে?
বড়মার মন্দিরে কি ভোগ খাওয়ানো হয়?
এখানে মা অত্যন্ত জাগ্রত। প্রতিদিন শয়ে শয়ে ভক্তরা সেখানে মায়ের পুজো দিতে যান। এই মন্দিরে এবার শুরু প্রসাদ খাওয়ার ব্যবস্থা।
নৈহাটির বড়মার মন্দির
এ বছর রথযাত্রার দিন থেকে বড়মার মন্দিরে এসি ঘরে বসে ভোগ খাওয়ানোর ব্যবস্থা চালু হয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই সম্পর্কে বিস্তারিত।
বড়মার মন্দিরে ভোগ খাওয়ার ব্যবস্থা
নৈহাটির বড়মার মন্দিরে সকাল ১০টা থেকে ভোগের কুপন দেওয়া শুরু হয়। আর ভোগ বিতরণ শুরু হয় দুপুর ১টা থেকে।
কটা থেকে পাবেন ভোগের কুপন?
সোমবার, বুধবার ও শুক্রবার সপ্তাহের এই তিনদিন ওখানে বসে ভোগ গ্রহণ করা যাবে।
কবে কবে বড়মার মন্দিরে ভোগ বিতরণ হয়?
এই ভোগের কুপনের কোনও মূল্য লাগে না। একদিনের বরাদ্দ কুপন থাকা অবধি তা বিলি করা হয়। মোটামুটি ৪০০-৫০০ কুপন বিলি হয় একদিনে।
ভোগের কুপন মূল্য কত?
বড়মার মন্দির সংলগ্ন স্থানে দুপুর ১টা থেকে ভোগ বিতরণ চালু হয়। ভোগ দেওয়া শুরু হওয়ার সময় সকলে সমবেত কণ্ঠে জয় বড়মা বলেন।
ভোগ বিতরণ
প্রথমে পোলাও, তার সঙ্গে আলুর দম বা আলু ফুলকপির তরকারি দেওয়া হয়। শেষ পাতে থাকে চাটনি, পাপড়, রসগোল্লা ও পায়েস।
কী কী থাকে বড়মার প্রসাদে?
এসি রুমে লম্বা লম্বা স্টিলের টেবিল রয়েছে। সঙ্গে চেয়ার। সেখানে সকলে বসে বড়মার প্রসাদ খান। জল থেকে শুরু করে সব কিছুই মোটামুটি যতবার চাওয়া হয়, দেওয়া হয়।
সু-ব্যবস্থা
২৫-০৯-২৫ আজ কোন জাতকদের হবে অর্থলাভ?
ঘুরবে ভাগ্যের চাকা, দুর্গাপুজোর পঞ্চমীর দিন যদি করেন এ কাজ
রাতভর ঠাকুর দেখে বাড়ি ফিরে মেক আপ তুলছেন তো! নইলে মুশকিলে পড়বেন
আরও ওয়েব স্টোরি