27 September, 2025

রাভভর ঠাকুর দেখে বাড়ি ফিরে মেক আপ তুলছেন তো! নইলে মুশকিলে পড়বেন

Image Credits: Pinterest 

TV9 Bangla Desk

মেকআপ তোলার আগে ভাল করে সাবান দিয়ে হাত ধুতে হবে। অপরিষ্কার হাত দিয়ে মুখ স্পর্শ করলে ত্বকে ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে।

হাত ধুয়ে নিন

চোখের মেকআপ সবচেয়ে গাঢ় হয়। একটি কটন প্যাডে অয়েল-বেসড মেকআপ রিমুভার বা নারকেল তেল নিয়ে চোখের ওপর আলতো করে চেপে ধরুন এবং কয়েক সেকেন্ড পর আস্তে আস্তে মুছে নিন।

চোখের মেকআপ প্রথমে তুলুন

প্রথমে একটি টিস্যু পেপার দিয়ে ঠোঁটের অতিরিক্ত লিপস্টিক মুছে নিন। এরপর কটন প্যাডে অল্প নারকেল তেল বা পেট্রোলিয়াম জেলি নিয়ে আলতো করে ঠোঁটের লিপস্টিক তুলে ফেলুন।

লিপস্টিক তুলুন 

মুখের বাকি মেকআপ তোলার জন্য ক্লিনজিং অয়েল ব্যবহার করুন। এটি হাতে নিয়ে শুকনো মুখে ১-২ মিনিট আলতোভাবে মাসাজ করুন। এতে মেকআপ গলে যাবে।

তেল দিয়ে মাসাজ

মুখে সামান্য জল দিয়ে আবার মাসাজ করুন। ত্বক তেল দুধের মতো হয়ে এলে, তা মেকআপকে সম্পূর্ণরূপে তুলতে সাহায্য করবে।

জল দিয়ে ইমালসিফাই করা

নিজের ত্বকের ধরন অনুযায়ী একটি জেল বা ফোমিং ফেস ওয়াশ ব্যবহার করুন। এটি ত্বকের অবশিষ্ট তেল ও ময়লা পরিষ্কার করে ত্বককে গভীর থেকে সতেজ করবে।

ফেস ওয়াশ ব্যবহার 

ত্বক পরিষ্কার হওয়ার পর কটন প্যাডে করে অ্যালকোহল-ফ্রি টোনার নিয়ে মুখে হালকা করে ড্যাব করে নিন। এটি ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখতে এবং পোরস টাইট করতে সাহায্য করে।

টোনার ব্যবহার

চোখের চারপাশে হালকা হাতে আই ক্রিম লাগিয়ে নিন। এরপর আপনার প্রয়োজন অনুযায়ী হাইড্রেশন সিরাম বা অ্যান্টি-অক্সিডেন্ট সিরাম ব্যবহার করুন।

আই ক্রিম ও সিরাম

শেষে নিজের ত্বকের ধরন অনুযায়ী একটি ভাল ময়েশ্চারাইজার ব্যবহার করুন। সারাদিনের ক্লান্তি দূর করতে ত্বকের হাইড্রেশন ধরে রাখা খুবই জরুরি।

ময়েশ্চারাইজার