29 September, 2025
ত্বকে দ্রুত উজ্জ্বলতা চাই? কফিই করবে ম্যাজিক
Image Credits: Pinterest
TV9 Bangla Desk
কফি শুধু চাঙ্গা হওয়ার পানীয় নয়, ত্বকের যত্নেও এর বিশেষ ভূমিকা রয়েছে। কফির অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যাফেইন ও এক্সফোলিয়েটিং গুণ ত্বককে ঝলমলে করে তোলে।
কফির গুণ
ক্যাফেইন ত্বকে রক্তপ্রবাহ সক্রিয় করে, যার ফলে মুখ উজ্জ্বল দেখায়। তাই ত্বকে কফির ব্যবহারে ভাল ফল মেলে।
রক্ত সঞ্চালন বাড়ায়
ঠান্ডা কফি প্যাক চোখের নীচের ফোলাভাব কমাতে সাহায্য করে। এবং চোখের নীচের কালচে দাগ কমাতে সাহায্য করে।
ডার্ক সার্কেল কমায়
কফির দানা মৃত কোষ দূর করে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে। অর্থাৎ ত্বক এক্সফোলিয়েট করতে সাহায্য করে কফি।
ত্বক এক্সফোলিয়েট করে
তৈলাক্ত ত্বকের জন্য কফির মাস্ক বাড়তি তেল শোষণ করতে সাহায্য করে। তার জন্য সঠিক উপায়ে ত্বকে কফি মাস্ক লাগাতে হবে।
অয়েল কন্ট্রোল করে
ফ্রি-র্যাডিক্যালের ক্ষতি কমিয়ে ত্বককে রাখে তরতাজা। অর্থাৎ কফির মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল দেখাতে সাহায্য করে।
অ্যান্টিঅক্সিডেন্টের জাদু
চোখ এবং মুখের ফোলা ভাব দ্রুত কমাতে কফি অত্যন্ত কার্যকর। তাই কফির প্যাক ঠিক করে মুখে লাগাতে হবে।
ফোলাভাব কমায়
লেবু বা দইয়ের সঙ্গে কফি মিশিয়ে লাগালে ট্যান কমে। ইন্সট্যান্ট ফেসপ্যাকে কফি ব্যবহার করলে মুখে ফ্রেশ লুক আসে।
ট্যান কমায়, প্রাকৃতিক উজ্জ্বলতা দেয়
কফির ক্যাফেইন ত্বকের টেক্সচার উন্নত করে সাময়িক টানটান ভাব দেয়। তবে কোনও কিছুই অতিরিক্ত ব্যবহার ভাল নয়।
ত্বক টানটান করে
বড়মার মন্দিরে ভোগ খাওয়ার ব্যবস্থা চালু, কবে-কোন সময় পাবেন?
ঘুরবে ভাগ্যের চাকা, দুর্গাপুজোর পঞ্চমীর দিন যদি করেন এ কাজ
রাতভর ঠাকুর দেখে বাড়ি ফিরে মেক আপ তুলছেন তো! নইলে মুশকিলে পড়বেন
আরও ওয়েব স্টোরি