05 October, 2025 

কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কোন কাজ করলে হবে মহাবিপদ?

Image Credits: Pinterest

TV9 Bangla Desk

এ বছর ৬ অক্টোবর পড়েছে কোজাগরী লক্ষ্মীপুজো। সৌভাগ্য ধন, সম্পদের দেবী মহা লক্ষ্মী।

কোজাগরী লক্ষ্মী পুজো

বৈদিক যুগে লক্ষ্মীকে মহাশক্তি হিসেবে পুজো করা হত। মা লক্ষ্মী পদ্মফুলের উপর অধিষ্ঠান করেন।

মহাশক্তি মা লক্ষ্মী

শাস্ত্রে উল্লেখ রয়েছে লক্ষ্মী পুজোর দিন লোহা বা স্টিলের বাসন পত্র ব্যবহার করা ঠিক নয়।

লক্ষ্মী পুজোর দিন কিছু কাজ করা উচিত নয় 

কোজাগরী লক্ষ্মী পুজোর দিন ঘণ্টা বাজাতে নেই। শাস্ত্রে এ কথা উল্লেখ রয়েছে।

লক্ষ্মী পুজোয় ঘণ্টা বাজানো নিয়ে নিয়ম 

কোজাগরী লক্ষ্মী পুজোয় তুলসী পাতা দিতে নেই। পুজোর শেষে একটা ফুল ও ২টো তুলসী পাতা নারায়ণকে দিতে হয়।

লক্ষ্মী পুজোয় তুলসী পাতা

কোজাগরী লক্ষ্মী পুজো সাধারণত সন্ধেবেলায় হয়। তবে অনেকে সকালেই লক্ষ্মী পুজো করেন। তা হলে সকাল ৯টার মধ্যে পুজো করে নেওয়া ভাল।

 লক্ষ্মী পুজোর সময়

কোজাগরী লক্ষ্মী পুজোর দিন বাড়িতে কোনওরকম ঝগড়া করা ঠিক নয়। এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন।

ঝগড়া করা ঠিক নয় 

লক্ষ্মী ঠাকুরকে কোনও সাদা রংয়ের ফুল দিতে নেই। লাল, হলুদ বা গোলাপি রংয়ের ফুল দেওয়া যেতে পারে।

মা লক্ষ্মীকে সাদা ফুল দিতে নেই

এই প্রতিবেদনের বক্তব্য হিন্দুশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Banglaর।

বিশেষ দ্রষ্টব্য