18 September, 2025

‘Buy Now Pay Later’ নীতিতে কতটা চাপে বর্তমান প্রজন্ম?

Image Credits: Getty Images

TV9 Bangla Desk

সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে দৃষ্টিভঙ্গি। বর্তমান তরুণ প্রজন্মের হাতে হাতে ঘুরছে ব্র্যান্ডেড পণ্য।

কারও উপার্জন অনেক। আবার কারও খুবই সামান্য। এখানে প্রশ্ন হল, তাঁদের কাছে টাকা আসছে কোথা থেকে?

আগের প্রজন্ম যেখানে স্থায়ী আমানত বা সম্পত্তিতে বিনিয়োগ করত। সেই জায়গায় বর্তমানের জেন-জি ও মিলেনিয়ালরা ‘Buy Now Pay Later’ নীতিতে বিশ্বাসী।

এর পিছনে বড় কারণ সোশ্যাল মিডিয়া। বিশেষজ্ঞরা বলেন, ইনস্টাগ্রামে বা অন্য সোশ্যাল মিডিয়ায় অন্যের ঝাঁ চকচকে জীবনযাত্রা দেখে ‘তাল মেলাতে’ চায় বর্তমান প্রজন্ম।

একটি রিপোর্ট বলছে, ভারতে জেন-জি ইতিমধ্যেই দেশের ৪৩ শতাংশ কেনাকাটা নিয়ন্ত্রণ করে। আর ২০৩৫ সালের মধ্যে তাদের খরচের পরিমাণ ২ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, এই প্রবণতা আসলে ‘ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন’ বা তাৎক্ষণিক তৃপ্তির মানসিকতা থেকে আসে।

আসলে, ৬০ হাজার টাকার ব্যাগের জন্য যখন মাসে ৫ হাজার টাকা দিতে হয়, তখন আসলে মনে হয় সেই দাম সাধ্যের মধ্যেই রয়েছে।

ব্যক্তিগত স্তরে এমন ঋণ নিয়ে জিনিস কেনা বিপজ্জনক হলেও তা দেশের অর্থনীতির জন্য ভাল।

বিশেষজ্ঞরা সতর্ক করছেন, একাধিক EMI ও শখের জন্য করা ঋণ যে কোনও আপৎকালীন পরিস্থিতিতে বড় বিপদ ডেকে আনতে পারে।