17 September, 2025
'ন্যানো ব্যানানা'র ভাইরাল ট্রেন্ড, কতটা সুরক্ষিত?
Image Credits: Nano Banana
TV9 Bangla Desk
ফেসবুক বা ইনস্টায় ভাইরাল হয়েছে নতুন ট্রেন্ড। এআই ব্যবহার করে তৈরি হচ্ছে শাড়ি পরা ছবি বা থ্রিডি মূর্তি।
নতুন ট্রেন্ড
এই ধরনের ট্রেন্ডে ছবির অপব্যবহার হতে পারে। আর ঝুঁকি সেখানেই।
ঝুঁকি কোথায়?
গুগল বলছে তারা একটা ওয়াটার মার্ক ব্যবহার করে, যা দিয়ে কোনও ছবি আসল না নকল বোঝা যায়।
গুগল কী বলে?
কয়েকটি সহজ নিয়ম মেনে চললে আর কোনও সমস্যাই থাকে না।
আপনি কী করবেন?
কোনও ব্যক্তিগত মুহূর্তের ছবি বা সংবেদনশীল ছবি এআইতে আপলোড করবেন না।
এই ছবি একদম নয়
যে কোনও ছবি আপলোডের আগে ছবির মেটা ডেটা মুছে দিন।
মেটা ডেটা মুছে দিন
সোশ্যাল মিডিয়ায় প্রাইভেসি সেটিং সবসময় ‘স্ট্রিক্ট’ রাখুন। কারা আপনার ছবি দেখতে পাবে, তা নিয়ন্ত্রণ করুন।
প্রাইভেসি নিয়ে ছেলেখেলা নয়
শর্তাবলী না পড়ে কোনও অ্যাপকে আপনার ছবি ব্যবহারের কোনও ধরনের অনুমতি দেবেন না।
সর্বদা শর্তাবলী
মজা করা বা কোনও সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে গা ভাসানো থেকে বিরত থাকা একমাত্র উপায় এমনটা নয়। কিন্তু দিনের শেষে আপনার ডিজিটাল সুরক্ষার দায়িত্ব আপনারই।
নিজের সুরক্ষা নিজের হাতে
বিছানার পাশে এই সব জিনিস রাখেন? এখনই সরান, নইলে জীবনে বড় বিপদ হবে!
বিশ্বকর্মা পুজোর নৈবেদ্যের থালায় কোন ফল মাস্ট?
বাড়িতে পেয়ারা গাছ রয়েছে? জানেন বাস্তুশাস্ত্র মতে এটি শুভ না অশুভ
আরও ওয়েব স্টোরি