03 September, 2025 

বাড়িতে পেয়ারা গাছ রয়েছে? জানেন বাস্তুশাস্ত্র মতে এটি শুভ না অশুভ

Credit - Canva

TV9 Bangla

অনেক বাঙালি বাড়ির কাছে একটা গাছ প্রায়শই দেখা যায়। তা হল পেয়ারা গাছ। বাস্তুশাস্ত্র মতে এই গাছ বাড়িতে থাকা শুভ না অশুভ জানেন?

পেয়ারা গাছ

বাস্তুশাস্ত্র অনুসারে পেয়ারা গাছ যুক্ত শুক্র গ্রহের সঙ্গে। আর শুক্র হল সুখ, ভালবাসা এবং জীবনের সৌন্দর্যের প্রতীক।

বাস্তুশাস্ত্রে পেয়ারা গাছের গুরুত্ব

যে ব্যক্তির বাড়িতে পেয়ারা গাছ থাকে, সেখানে থাকা মানুষজনের উপর শুক্র গ্রহ প্রসন্ন হন। যার ফলে ঘরে সুখ ও শান্তি আসে।

সুখ-শান্তি আসে

যে বাড়িতে পেয়ারা গাছ রয়েছে, সেখানে থাকা সদস্যদের মধ্যে ভালবাসা বাড়ে। সেইসঙ্গে এই গাছ থাকলে বাড়ির চারিদিকে ইতিবাচক পরিবেশ বজায় থাকে।

ভালবাসা বাড়ে

বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির পূর্ব দিকে পেয়ারা গাছ লাগানো শুভ। কারণ পূর্ব দিকে সূর্যোদয় হয়। তাতে আলো আসে এবং নতুন শক্তির সঞ্চার হয়।

কোন দিকে থাকবে পেয়ারা গাছ?

পেয়ারা গাছের নেতিবাচক শক্তি দূর করার ক্ষমতা রয়েছে। এই পরিস্থিতিতে পেয়ারা গাছ বাড়ির চারপাশে লাগিয়ে রাখলে নেতিবাচক শক্তি বাড়িতে প্রবেশ করতে পারে না।

নেতিবাচক শক্তি দূর হয়

এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।

বিশেষ দ্রষ্টব্য