30 August, 2025

জবা গাছে বেশি ফুল চান? এই ঘরোয়া সার দিলেই তফাৎ নজরে পড়বে

Credit - Canva 

TV9 Bangla

বাড়ির বাগান বা বারান্দায় জবা গাছ থাকলে চারপাশ যেন অন্যরকম প্রাণবন্ত হয়ে ওঠে। তবে অনেক সময় গাছ সুস্থ থাকলেও ফুল কম ফোটে। এর মূল কারণ হলো সঠিক পুষ্টির অভাব।

বাড়িতে জবাগাছ 

জবা গাছে ফুল বাড়াতে বেশ কয়েকটি ঘরোয়া সার ব্যবহার করতে পারেন। যেমন - চা পাতার সার দিতে পারেন। চা পাতা শুকিয়ে গুঁড়ো করে মাটিতে মেশান। চাইলে ভিজিয়ে রাখা চা-পাতার জলও দিতে পারেন।

ঘরোয়া সার 

কলার খোসা ফুল ফোটানোর দারুণ উপাদান। এতে থাকা পটাশিয়াম ফুলের সংখ্যা বাড়ায়। খোসা ছোট টুকরো করে মাটিতে পুঁতে দিন বা শুকিয়ে গুঁড়ো করে ব্যবহার করুন।

কলার খোসা

শুকনো ডিমের খোসা গুঁড়ো করে মাটির সঙ্গে মিশিয়ে দিন। এতে থাকা ক্যালসিয়াম গাছকে বেশ মজবুত করে।

ডিমের খোসা

সবচেয়ে জনপ্রিয় ও কার্যকর ঘরোয়া সার হলো সরিষার খোল। জলে ৪-৫ দিন ভিজিয়ে রেখে সেই জল ছেঁকে গাছে দিন। এতে ফুল অনেক বেশি ফোটে।

সরিষার খোলের জল

অল্প পরিমাণ কাঠের ছাই মাটিতে মিশিয়ে দিলে গাছ প্রয়োজনীয় ফসফরাস ও পটাশিয়াম পায়, যা ফুলের জন্য জরুরি।

কাঠের ছাই

শাক-সবজি সেদ্ধ করার পর যে জল থাকে, তা ঠান্ডা করে গাছে দিন। এতে মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে যা গাছকে তরতাজা রাখে।

শাকসবজির উচ্ছিষ্ট জল

ব্যবহৃত কফির গুঁড়ো শুকিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিন। এতে নাইট্রোজেন থাকে, যা গাছে ফুল ফোটাতে সাহায্য় করে।

কফির গুঁড়ো