26 August, 2025

গাড়িতে ঠাকুরের মূর্তি রাখা শুভ না অশুভ, বাস্তুশাস্ত্র বলছে...

Credit - Pinterest 

TV9 Bangla

বাড়ি থেকে বেরনোর আগে অনেকে ঠাকুর প্রণাম করে বেরোন। প্রার্থনা করেন পথেঘাটে যেন বাধাবিপত্তি না হয়, যে কাজে যাচ্ছেন তা যেন সফল হয়।

ঠাকুর প্রণাম

অনেক ব্যক্তিকে দেখা যায় গাড়ির ড্যাশবোর্ডে ঠাকুরের মূর্তি রাখতে। বাস্তুশাস্ত্র মতে এমনটা করা শুভ না অশুভ তা কি জানেন?

গাড়ির ড্যাশবোর্ডে ঠাকুর

নতুন গাড়ি কেনার পর অনেকেই নিজের বিশ্বাস থেকে গাড়িতে একটি মূর্তি স্থাপন করেন। যাতে ঈশ্বরের আশীর্বাদ সবসময় বজায় থাকে।

ঈশ্বরে আস্থা

বাস্তুশাস্ত্র মতে গাড়ির ভেতর ঈশ্বরের চোখ খোলা থাকা মূর্তি স্থাপন করা উচিত।

গাড়িতে দেবতার কেমন মূর্তি রাখবেন?

ধ্যানরত অবস্থায় থাকা ঈশ্বরের কোনও মূর্তি বাড়িতে রাখা উচিত নয়। কারণ সেই সময় মনে করা হয় ঈশ্বর ধ্যানে মগ্ন থাকেন।

গাড়িতে দেবতার কোন মূর্তি রাখবেন না?

গাড়ির ড্যাশবোর্ডে গণেশ ঠাকুরের মূর্তি রাখা স্থাপন করা ভাল। কারণ গণেশ বাধা-বিপত্তি দূর করতে পারে। পথে আসা যে কোনও সমস্যার সমাধান হয়ে যায়।

গাড়িতে গণেশ মূর্তি

গাড়িতে উড়ন্ত হনুমানজির মূর্তি স্থাপন করা শুভ বলে মনে করা হয়। কারণ তিনি পবনদেবের পুত্র। তাই যানবাহন চলাচলে নিরাপত্তা প্রদান করেন তিনি।

বজরংবলীর মূর্তি

এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।

বিশেষ দ্রষ্টব্য