23 August, 2025
চুল ভাল রাখতে ডিম মাখেন? বিপদ ডাকছেন না তো!
Credit - Pinterest, Canva
TV9 Bangla
অনেকেই বলেন চুলের যত্নে ডিম অত্যন্ত কার্যকরী। তবে তা কেমনভাবে ব্যবহার করা উচিত, তা অনেকেরই অজানা।
চুলের যত্নে ডিমের ব্যবহার
অনেকে এও জানেন না ডিমের কুসুম নাকি সাদা, কোন অংশ চুলে লাগানো ভাল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
ডিমের কোন অংশ চুলের জন্য ভাল?
চুলের সুস্থতা ও সৌন্দর্য রক্ষায় প্রাকৃতিক উপাদানের ভূমিকা অনস্বীকার্য। ডিম চুলের জন্য এক অনন্য পুষ্টিগুণ সম্পন্ন উপাদান।
ডিমের বিরাট গুণ
ডিমের মধ্যে রয়েছে প্রোটিন, ভিটামিন ও মিনারেল। যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে ও চুলকে মজবুত করতে সহায়তা করে।
কী কী থাকে?
চুলের মূল উপাদান কেরাটিন। আর ডিমের প্রোটিন কেরাটিন গঠনে সাহায্য করে। যার ফলে চুল মজবুত হয়।
প্রোটিনের উৎস
ডিমের মধ্যে রয়েছে ভিটামিন এ, ডি, ই ও বায়োটিন। যা চুলের বৃদ্ধিতে সহায়ক ও পুষ্টি জোগায়। ডিমের কুসুমে থাকা ফ্যাট ও লেসিথিন চুল মসৃণ ও উজ্জ্বল করে।
ভিটামিন ও মিনারেল
তৈলাক্ত চুল হলে ডিমের সাদা অংশ ভাল। আর রুক্ষ চুলে ডিমের কুসুম কার্যকরী। তবে চুল যদি অতি রুক্ষ বা তৈলাক্ত কোনওটাই না হয়, তা হলে পুরোটাই লাগানো যায়।
ডিমের সাদা অংশ না কুসুম?
১-২টি ডিম ফাটিয়ে মাথায় লাগিয়ে ২০-৩০ মিনিট পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুতে পারেন। ডিমের সঙ্গে অলিভ অয়েল বা নারকেল তেল মিশিয়ে লাগালে চুলের আর্দ্রতা বজায় থাকে।
ব্যবহারের পদ্ধতি
৬ মাসের বেশি আদা ও রসুন বাটা ভাল রাখতে চান? জানুন উপায়
লাগবে না মাস্কারা ও নকল আইল্যাশ, পুজোর আগে এই উপায়ে ঘন করুন ভ্রু পল্লব
রোজ অ্যান্টাসিড খান? এই দানা প্রতিদিন খেলে আর সেসবের দরকার নেই
আরও ওয়েব স্টোরি