লাগবে না মাস্কারা ও নকল আইল্যাশ, পুজোর আগে এই উপায়ে ঘন করুন ভ্রু পল্লব
Credit - Pinterest, Canva
TV9 Bangla
ঘন ও লম্বা ভ্রু পল্লব কে না চায়! কিন্তু অনেকের ভ্রু পল্লব অত্যন্ত পাতলা হয়। তাই তারা মাস্কারা ব্যবহার করেন। অনেকে আবার নকল আইল্যাশও লাগান।
ঘন ভ্রু পল্লব
অনেকে পাতলা ভ্রু পল্লবের জন্য আত্মবিশ্বাসের অভাবে ভোগেন। এমন সময় তাই মাস্কারা ও আইল্যাশ ব্যবহার করেই সমস্যার সমাধান করেন।
ভ্রু পল্লবের দেখভাল
কয়েকটি ঘরোয়া উপায় কাজে লাগিয়ে যে কেউ ঘন এবং লম্বা ভ্রু পল্লব বাড়িতে বসেই পাবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
ঘরোয়া উপায়
চুলের ঘনত্ব বাড়াতে কার্যকরী ক্যাস্টর অয়েল। এই তেল চোখের পাতায় লাগালে ভ্রু পল্লব ঘন হয়। পাশাপাশি দৈর্ঘ্যেও বড় হয়।
ক্যাস্টর অয়েল
নারকেল তেলের গুণ অনেক। এই তেল চুলের যত্নে অত্যন্ত কার্যকরী। তাই একটি কটন প্যাডে অল্প নারকেল তেল নিয়ে যদি ভ্রু পল্লবে লাগান, তা হলে ঘন ও লম্বা হবে।
নারকেল তেল
অলিভ বা জলপাই তেল চুল বাড়াতে সাহায্য করে। এক ফোটা অলিভ অয়েল ভ্রু পল্লবে লাগাতে এক সপ্তাহেই তাতে তফাৎ নজরে পড়বে।
জলপাই তেল
ভিটামিন ই ক্যাপসুল ত্বক এবং চুলের যত্নে বেশ কার্যকরী। এটি খাওয়ার পাশাপাশি ত্বক ও চুলে লাগালে তফাৎ নজরে পড়বে। ভ্রু পল্লবেও এটি লাগালেও কাজ দেয়।
ভিটামিন ই ক্যাপসুল
মানবদেহের অত্যন্ত স্পর্শকাতর একটি অঙ্গ চোখ। তাই ভ্রু পল্লব বড় করতে চেয়ে চোখের পাতায় কিছু ব্যবহার করার আগে শরীরের অন্য অংশে লাগিয়ে একটি পরীক্ষা করে নিতে পারেন।