অনেক সময় এসি ট্রেনে দেওয়া বালিশ, কম্বল ও বিছানার চাদর চুরি হয়ে যায়। যিনি চুরি করেন, একবার সেই ব্যক্তি ধরা পড়লে তার জরিমানাও হয়। আর ঠিক কী শাস্তি হয়?
চুরি
ট্রেনে সফরকারীরা যদি বিছানার চাদর, কম্বল ও বালিশ চুরি করে নেয়, তা হলে রেলের কর্মীদের সেই চুরির খেসারত দিতে হয়।
চুরির খেসারত দিতে হয় রেলকর্মীদের
২০১৭-১৮ সালের একটি প্রতিবেদন অনুসারে পশ্চিম রেলওয়ে থেকে ১.৯৫ লক্ষ তোয়ালে, ৮১,৭৩৬টি বিছানার চাদর, ৫০৩৮টি বালিশ, ৫৫,৫৭৩টি বালিশের কভার ও ৭০৪৩টি কম্বল চুরি হয়েছে।
পরিসংখ্যান
ট্রেনে ভ্রমণ করার সময় যদি বিছানার চাদর, বালিশ, কম্বল যদি কেউ চুরি করে নিয়ে যায়, তা হলে ভারতীয় রেলওয়ে সেই ব্যক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে।
শাস্তি
রেলওয়ে সম্পত্তি আইন ১৯৯৬ অনুযায়ী চুরির জিনিসপত্র-সহ প্রথমবার ধরা পড়লে এক বছরের কারাদণ্ড বা ১ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
সাজার পরিমাণ
ট্রেন থেকে যদি কেউ বালিশ, বিছানার চাদর, কম্বল চুরি করেন, আর সেই মামলা যদি গুরুতর হয়, তা হলে ৫ বছরের কারাদণ্ড এবং জরিমানা দুটোই হতে পারে।