30 August, 2025

রাতে ঘুমোতে যাওয়ার আগে পা না ধুলেই বিপদ! শকুনশাস্ত্র বলছে...

Credit - Pinterest

TV9 Bangla

যখন কোনও মানুষ সারাদিন কাজ করার পর ঘুমোতে যান, তখন তিনি চেষ্টা করেন শান্তিতে ঘুমোনর। কিন্তু ক্লান্তির কারণে বেশিরভাগ মানুষ অল্প সময়ের মধ্যেই হাত, পা না ধুয়েই ঘুমিয়ে পড়েন।

হাত-পা ধোওয়া

হিন্দুধর্মের গুরুত্বপূর্ণ শকুন শাস্ত্রে বলা হয়েছে যে, রাতে ঘুমোনোর আগে পা ধোওয়া খুবই গুরুত্বপূর্ণ। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

 শকুন শাস্ত্রে উল্লেখ আছে 

শকুন শাস্ত্র অনুসারে রাতে ঘুমোনোর আগে ভাল করে পা ধোওয়া উচিত। আর পা ধোওয়ার পর পরিষ্কার কাপড় দিয়ে পা মুছে নেওয়াও জরুরি।

কী করতে হবে?

এমনটা বিশ্বাস করা হয় যে, যদি কেউ নোংরা পা নিয়ে ঘুমোন, তা হলে তাঁর আর্থিক সংকট হতে পারে।

অর্থ সংকট প্রবল হতে পারে 

আসলে শকুন শাস্ত্র বলছে, নোংরা পা নিয়ে ঘুমোলে ময়লা ও নেতিবাচকতা আকর্ষিত হয়। তাই উচিত নেতিবাচকতা দূরে সরিয়ে ঘুমোতে যাওয়া।

নেতিবাচকতার আগমন

বিজ্ঞান বলছে, যখন আমরা সারাদিন পায়ে মোজা, জুতো, চপ্পল বা বুট পরে থাকি, তখন ঘামের কারণ আমাদের পায়ে ব্যাক্টেরিয়ার জন্ম হয়।

বৈজ্ঞানিক মত

এ ছাড়া অনেক সময় হাঁটাচলা করার ফলে ছোট ছোট পোকামাকড় পায়ের নীতে মারা যায়। তাই রাতে পা ধুয়ে ঘুমোলে ভাল।

ভাল অভ্যাস

এই প্রতিবেদনের বক্তব্য হিন্দু শাস্ত্র ও শকুন শাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Banglaর।

বিশেষ দ্রষ্টব্য