বিছানার পাশে এই সব জিনিস রাখেন? এখনই সরান, নইলে জীবনে বড় বিপদ হবে!
Credit - Pinterest, Canva
TV9 Bangla
বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির সমস্ত দরজার মূল প্রবেশদ্বার সঠিক দিকে হওয়া উচিত। যে রুমে বিছানা থাকে, সেখানকার জিনিসগুলো যেন সুশৃঙ্খলভাবে রাখা থাকে।
বাড়ির মূল দরজা
বেডরুমের কথা বললে সেখানে থাকা জিনিসপত্র আমাদের জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। আসলে আমাদের বেডরুমে ইতিবাচক শক্তির প্রয়োজন।
বেডরুমে থাকা জিনিস
বাস্তুশাস্ত্র বলছে, বিছানার পাশে বেশ কিছু জিনিস রাখলে বাস্তুদোষ হতে পারে। যার ফলে বাস্তুশাস্ত্র অনুসারে বিছানার সামনে কোন কোন জিনিসগুলি রাখা ভাল নয়, জেনে নিন।
বাস্তুশাস্ত্র কী বলছে?
বাস্তুশাস্ত্র অনুসারে বিছানার সামনে আয়না রাখা একেবারেই উচিত নয়। এটি যে কোনও সম্পর্কের উপর খারাপ প্রভাব ফেলে।
আয়না
এ ছাড়াও বেডরুমে থাকা বিছানার আশপাশে ঝাড়ু, ইলেকট্রনিক জিনিসপত্র, জলের বোতল ও খালি কাপ রাখা ঠিক নয়।
আর কী কী রাখবেন না?
বাস্তুশাস্ত্র বলছে, বিছানার কাছে ছুরি, কাঁচির মতো ধারাল জিনিস রাখা এড়িয়ে চলা উচিত।
কাঁচি, ছুরি ও অন্যান্য ধারাল কোনও সামগ্রী
এ ছাড়াও বিছানার কাছে কোনও রকম খাবার ও পানীয় রাখা উচিত নয়। বাস্তুশাস্ত্র বলছে, বিছানার পাশে পুরনো ক্যালেন্ডার রাখবেন না।
খাবার, পানীয় ও আর কী কী?
এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।