16 September, 2025 

বিশ্বকর্মা পুজোর নৈবেদ্যের থালায় কোন ফল মাস্ট?

Credit - PTI, Getty Images, Canva  

TV9 Bangla

বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ কথাটা এমনি এমনি বলা হয় না। এটা সত্যিই প্রমাণিত। এই তো আর কটা দিন পর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো।

পুজোর মরসুম

পুরাণে তো উল্লেখ রয়েছেই, হিন্দু ধর্ম অনুসারেও সব শুভ কাজ করার আগে গণেশ ঠাকুরের পুজো করতে হয়।

প্রথমেই গণেশ পুজো

অতীতের তুলনায় বাংলায় গণেশ পুজোর চল বেড়েছে। যার ফলে নানা মৃৎশিল্পী জানাচ্ছেন, বিশ্বকর্মা মূর্তি তাঁরা আগের থেকে কম বানাচ্ছেন।

বাংলায় গণেশ পুজো

সবমিলিয়ে ১৭ সেপ্টেম্বর, বুধবার বিশ্বকর্মা পুজো। বিভিন্ন কারখানা, কর্মস্থল, দোকানপাট, অফিস এমনকি অনেকের বাড়িতে নানা যানবাহনে পুজো হয়।

বিশ্বকর্মা পুজো

বিশ্বকর্মা পুজোয় ঠাকুরকে কোন ফুল দেবেন, কোন ফল দেবেন, অনেকেই জানেন না। চলুন এই নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

কী কী মাথায় রাখবেন?

হিন্দু শাস্ত্র মতে, শিল্পের দেবতা বিশ্বকর্মার প্রিয় ফল বাতাবি লেবু। তাই যে জায়গা থেকেই বিশ্বকর্মা পুজো করুন না কেন, নৈবেদ্যর থালায় এই ফল রাখবেন।  

বিশ্বকর্মার প্রিয় ফল

বিশ্বকর্মা পুজোর সময় ঠাকুরকে হলুদ রংয়ের ফুল নিবেদন করলে তিনি সন্তুষ্ট হন। বাতাবি লেবুর পাশাপাশি কিছু হলুদ ফল রাখা জরুরি।

বিশ্বকর্মার প্রিয় ফুল

এই প্রতিবেদনের বক্তব্য হিন্দু শাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Banglaর।

বিশেষ দ্রষ্টব্য