08 September, 2025
আর্থিক ক্ষতির মুখে পড়েছেন? এইদিন লাগান তুলসী গাছ, দেখুন ম্যাজিক
Credit - Pinterest, Getty Images
TV9 Bangla
তুলসী গাছ নিয়ে আমাদের দেশে বহু বিশ্বাস, আধ্যাত্মিকতা আর স্বাস্থ্যসংক্রান্ত ধারণা প্রচলিত রয়েছে। হিন্দুধর্মে তুলসীকে দেবী লক্ষ্মীর রূপ হিসেবে ধরা হয়।
তুলসী লক্ষ্মীর রূপ
বাড়ির আঙিনায় যদি তুলসী গাছ থাকে তা হলে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সৌভাগ্য আসে বলে বিশ্বাস।
তুলসী গাছ ঘিরে প্রচলিত বিশ্বাস
যে সকল ব্যক্তিরা অর্থনৈতির ক্ষতির মুখে পড়েছেন, তাঁরা যদি শনিবার বাড়িতে তুলসী গাছ বসান, তা হলে ভাল ফল মিলবে।
আর্থিক ক্ষতিতে পড়লে তুলসী
রাতে তুলসী গাছের চারপাশে প্রদীপ জ্বালালে অশুভ শক্তি, নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করতে পারে না। এমন বিশ্বাস প্রচলিত।
তুলসী গাছের সামনে প্রদীপ
অনেক ধর্মীয় অনুষ্ঠানে, নানা পুজোতে বিশেষত বিষ্ণু পুজো তুলসী পাতা ছাড়া পূজা সম্পূর্ণ হয় না বলে মনে করা হয়।
পুজোতে তুলসী পাতা
বৃহস্পতিবারকে লক্ষ্মীবার বলা হয়, তাই এমন দিনে তুলসী গাছ লাগানো শুভ বলে মনে করা হয়।
কোন দিন তুলসী গাছ লাগাবেন?
একাদশী, রবিবার, চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের দিন বাড়িতে তুলসী গাছ লাগাবেন না। এই দিনগুলিতে তুলসী গাছ লাগানো শুভ বলে মনে করা হয় না।
কোন দিন তুলসী গাছ লাগাবেন না?
এই প্রতিবেদনের বক্তব্য হিন্দু শাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Banglaর।
বিশেষ দ্রষ্টব্য
বিছানার পাশে এই সব জিনিস রাখেন? এখনই সরান, নইলে জীবনে বড় বিপদ হবে!
ফ্রিজে রাখলেই নষ্ট! জানুন কোন খাবার কখনও ঠান্ডায় রাখা ঠিক নয়
বাড়িতে পেয়ারা গাছ রয়েছে? জানেন বাস্তুশাস্ত্র মতে এটি শুভ না অশুভ
আরও ওয়েব স্টোরি