13 October, 2025

কীভাবে বিনিয়োগ করবেন শেয়ার বাজারে?

Image Credits: Getty Images

TV9 Bangla Desk

শেয়ার বাজারকে বলা যায় দেশের অর্থনীতির প্রতিচ্ছবি। শেয়ার বাজারে সাধারণ মানুষ বিনিয়োগ করে দেশের বিভিন্ন সংস্থার অংশীদার হন।

শেয়ারে বিনিয়োগ করতে হলে প্রথমে একটি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হয়। আর ট্রেডিং করতে চাইলে খুলতে হয় ট্রেডিং অ্যাকাউন্ট।

ভারতের প্রধান শেয়ার সূচক হল নিফটি ৫০ ও সেনসেক্স। এনএসইর প্রধান সূচক হল নিফটি। বিএসইর প্রধান সূচক হল সেনসেক্স।

কোনও সংস্থার শেয়ারে বিনিয়োগ করতে হলে প্রথমে সেই সংস্থার ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল অ্যানালিসিস করতে হয়। বিনিয়োগ তারপর।

দীর্ঘমেয়াদি বিনিয়োগে সাধারণত ঝুঁকি কম। আর স্বল্পমেয়াদের ট্রেডিং দ্রুত মুনাফা যেমন দেয়, তেমনই ঝুঁকিও বেশি।

সেবি হল ভারতের শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা, যা বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করে।

শেয়ার বাজারে বিনিয়োগে ঝুঁকি রয়েছে। কিন্তু পোর্টফোলিও ডাইভার্সিফাই করলে সেই ঝুঁকি অনেক কমে যায়।

একাধিক সেক্টর ও প্রতি সেক্টরের একাধিক সংস্থায় বিনিয়োগের মাধ্যমে পোর্টফোলিও ডাইভার্সিফাই করতে হয়।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না। বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।