বাংলার অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ দুর্গাপুজো?
Image Credits: PTI
TV9 Bangla Desk
দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে ‘ঐতিহ্য’, ‘পরম্পরা’, ‘উৎসব’, ‘সংস্কৃতি’র মতো শব্দ। এর পাশে নবতম সংযোজন পুজোর অর্থনীতি।
দুর্গাপুজোকে ঘিরে সারা বছর আশায় বুক বাঁধে বহু মানুষ। মৃৎ শিল্পী, ঢাকি, থেকে শুরু করে রাস্তার ধারে স্টল দেওয়া লোকটা, হকাররা এই তালিকা শেষ হওয়ার নয়।
এমনকি পশ্চিমবঙ্গের অর্থনীতির জন্যও অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এই দুর্গাপুজোই। ২০২৩ সালে দুর্গাপুজোকে কেন্দ্র করে প্রায় ৮৪ হাজাড় কোটি টাকার ব্যবসা হয়েছে। যা রাজ্যের জিডিপির ২.৫৮ শতাংশই।
তবে দুর্গাপুজো কেন রাজ্যের অর্থনীতির জন্য এত গুরুত্বপূর্ণ?
আসলে এই পুজোকে কেন্দ্র করে প্রকৃতপক্ষে নানা ধরনের আর্থিক পরিসর তৈরি হয়। বাজার অর্থনীতির যাকে বলে ‘মানি সার্কুলেশন’।
কোনও রাজ্য বা দেশের অগ্রগতির জন্য এই জিনিসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
পুজোর অর্থনীতিতেও সবচেয়ে বেশি অবদান থাকে খুচরো বা রিটেল সেক্টরের।
পুজোর মরসুমে নানা অফার, ডিসকাউন্ট, সেলের পণ্য বিক্রি, সাহিত্য প্রকাশনা, ফিল্ম রিলিজ এই সবকিছুই পুজোর অর্থনীতির অংশ।
তাই আর্থিক দিক থেকেও যে দুর্গাপুজোর অর্থনীতি কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় এই থেকেই।