‘মেক ইন ইন্ডিয়া’ স্মার্টফোনের দাপটে এবার তৈরি হল নতুন ইতিহাস।
চলতি অর্থবর্ষের প্রথম পাঁচ মাসেই অর্থাৎ এপ্রিল থেকে অগস্ট মাসের মধ্যে ভারত থেকে মোবাইল ফোন রফতানি ১ লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। গত বছরের তুলনায় যা বেড়েছে ৫৫ শতাংশ।
টাটা ইলেকট্রনিক্স, ফক্সকন ও টাটার অধীনস্ত পেগাট্রন ভারতে অ্যাপেলের আইফোন তৈরি করে।
মোট রফতানির প্রায় ৭৫ শতাংশ অর্থাৎ ৭৫ হাজার কোটি টাকার ফোন তৈরি করেছে এই দুই সংস্থা।
বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রীয় সরকারের প্রোডাকশন-লিঙ্কড ইনসেনটিভ বা PLI স্কিম এই সাফল্যের পথ তৈরি করেছে।
এই ভাবেই ভারত এখন আমেরিকায় স্মার্টফোন রফতানিতে চিনকেও পেছনে ফেলে দিয়েছে।
এই বছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকে আমেরিকার বাজারে বিক্রি হওয়া মোট স্মার্টফোনের ৪৪ শতাংশই ছিল ভারতে তৈরি।
একটা সময় ভারত মোবাইল ফোনের জন্য মূলত আমদানির উপর নির্ভর করত।
পিএলআই স্কিম ভারতে উৎপাদন ও ভারত থেকে স্মার্টফোন রফতানিতে এক নব জোয়ার নিয়ে এসেছে।