23 September, 2025

মোবাইল রফতানিতে চিনকে টেক্কা ভারতের!

Image Credits: Getty Images

TV9 Bangla Desk

‘মেক ইন ইন্ডিয়া’ স্মার্টফোনের দাপটে এবার তৈরি হল নতুন ইতিহাস।

চলতি অর্থবর্ষের প্রথম পাঁচ মাসেই অর্থাৎ এপ্রিল থেকে অগস্ট মাসের মধ্যে ভারত থেকে মোবাইল ফোন রফতানি ১ লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। গত বছরের তুলনায় যা বেড়েছে ৫৫ শতাংশ।

টাটা ইলেকট্রনিক্স, ফক্সকন ও টাটার অধীনস্ত পেগাট্রন ভারতে অ্যাপেলের আইফোন তৈরি করে।

মোট রফতানির প্রায় ৭৫ শতাংশ অর্থাৎ ৭৫ হাজার কোটি টাকার ফোন তৈরি করেছে এই দুই সংস্থা।

বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রীয় সরকারের প্রোডাকশন-লিঙ্কড ইনসেনটিভ বা PLI স্কিম এই সাফল্যের পথ তৈরি করেছে।

এই ভাবেই ভারত এখন আমেরিকায় স্মার্টফোন রফতানিতে চিনকেও পেছনে ফেলে দিয়েছে।

এই বছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকে আমেরিকার বাজারে বিক্রি হওয়া মোট স্মার্টফোনের ৪৪ শতাংশই ছিল ভারতে তৈরি।

একটা সময় ভারত মোবাইল ফোনের জন্য মূলত আমদানির উপর নির্ভর করত।

পিএলআই স্কিম ভারতে উৎপাদন ও ভারত থেকে স্মার্টফোন রফতানিতে এক নব জোয়ার নিয়ে এসেছে।