20 September, 2025
৮০ হাজারের ফোন ৩৫ হাজারে! পুজোর আগেই আসছে অবিশ্বাস্য সেল
Image Credits: Getty Images
TV9 Bangla Desk
বছরের সবচেয়ে বড় সেলের জন্য তৈরি অনলাইন সংস্থা ফ্লিপকার্ট। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সেল।
স্মার্টফোন কিনলেই থাকছে আকর্ষণীয় ছাড়। এর মধ্যে সম্ভবত সবচেয়ে বড় অফার থাকছে গুগলের ফোনের উপর।
জানা গিয়েছে, গুগল পিক্সেল ৯ পাওয়া যাবে মাত্র ৩৪ হাজার ৯৯৯ টাকায়! গত বছর যা লঞ্চ হয়েছিল ৭৯ হাজার ৯৯৯ টাকায়।
এই ফোনের উপর থাকছে প্রায় ৪৫ হাজার টাকার ছাড়। শুধু তাই নয়, দাম কমছে গুগল পিক্সেল ৯ প্রো এক্সএল মডেলটিরও।
শুধু কি পুরনো ফোনের দাম কমবে? লেটেস্ট গুগল পিক্সেল ১০-এর দামও কমছে।
৭৯ হাজার ৯৯৯ টাকায় লঞ্চ হওয়া গুগল পিক্সেল ১০ ফ্লিপকার্টের এই সেলে পাওয়া যাবে ৬৭ হাজার ৯৯৯ টাকায়।
গুগলের আর এক ফোন, পিক্সেল ১০ প্রো এক্সএল পাওয়া যাবে মাত্র ১ লক্ষ ০৯ হাজার ৯৯৯ টাকায়।
অ্যাক্সিস ব্যাঙ্ক বা আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করেন, তবে খরচ আরও কিছুটা কম হবে। এছাড়াও থাকবে নো-কস্ট ইএমআই।
গুগল ছাড়াও অ্যাপল, স্যামসাং এবং মোটোরোলার মতো বড় ব্র্যান্ডগুলির ফোনেও এই সেলে মিলবে বিরাট ছাড়।
‘Buy Now Pay Later’ নীতিতে কতটা চাপে বর্তমান প্রজন্ম?
AI-এর যুদ্ধে কীভাবে টিকে থাকবেন ময়দানে?
‘ন্যানো ব্যানানা’র ভাইরাল ট্রেন্ড, কতটা সুরক্ষিত?
আরও ওয়েব স্টোরি