27 September, 2025
ইসরোর বিপ্লব, স্যাটেলাইট তৈরিতে স্কুল-কলেজ পড়ুয়ারা!
Image Credits: Getty Images
TV9 Bangla Desk
মহাকাশে ভারতের নতুন বিপ্লব। আর সেই বিপ্লবে সামিল দেশের স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা।
ইসরো লক্ষ্যমাত্রা নিয়েছে ৭৫টি এমন স্যাটেলাইট তারা উৎক্ষেপণ করবে যা ছাত্রছাত্রীদের দ্বারা তৈরি।
ছাত্রছাত্রীদের তৈরি কৃত্রিম উপগ্রহ! কী, শুনে অবাক লাগছে?
হায়দরাবাদের এক স্কুলের ১২ থেকে ১৫ বছর বয়সী পড়ুয়ারা নিজেদের CubeSat তৈরি করছে।
বর্গাকার এই স্যাটেলাইটের ওজন মাত্র ২ কেজি। আর বাহুর দৈর্ঘ্য ১০ সেন্টিমিটার।
দেশের কনিষ্ঠতম স্যাটেলাইট ডেভেলপার হিসাবে উঠে এসেছে এই পড়ুয়াদের নাম।
কোটি টাকার যন্ত্রাংশ নয়, মাত্র ৭০০ টাকার স্ক্র্যাপ মেটাল বা বাতিল ধাতু দিয়ে তারা তৈরি করতে চলেছে দেশের প্রথম গামা-রে ডিটেক্টিং স্যাটেলাইট।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো কিন্তু দেশের সব ছাত্রছাত্রীদের জন্য পথ খুলে রেখেছে।
এই ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও টেস্টিং সুবিধা ভারতের মহাকাশ গবেষণা সংস্থা নিজেরাই দিয়ে থাকে।
মোবাইল রফতানিতে চিনকে টেক্কা ভারতের!
১০ মিনিটেই বদলাবে জীবন, বাড়বে সৃজনশীলতাও!
চ্যাটজিপিটি কোন কাজে ব্যবহার করেন আপনি?
আরও ওয়েব স্টোরি