এআই এখন হাতের মুঠোয়। কিন্তু সেই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কোথায় হচ্ছে জানেন কি?
OpenAI ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি যৌথ গবেষণায় এবার উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য।
কোডিংয়ের মতো জটিল কাজের জন্য এর ব্যবহার বেশ কম। বদলে, চ্যাটজিপিটিকে সাধারণ প্রশ্ন করতেই মানুষ বেশি আগ্রহী।
প্রায় ১৫ লক্ষ কথোপকথন বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন গবেষকরা। তাঁরা বলছেন, ৪৯ শতাংশ ব্যবহারকারী প্রশ্ন জিজ্ঞাসা বা পরামর্শ নেওয়ার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করেন।
৪০ শতাংশ ব্যবহারকারী ইমেল লেখা, ডকুমেন্ট তৈরি বা সময়সূচি পরিকল্পনার মতো দৈনন্দিন কাজ সারেন।
কিন্তু চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম, যারা সব বিষয়েই বলা যায় পারদর্শী, সেই প্ল্যাটফর্মে কোডিংয়ের মতো কাজ হয় খুবই কম।
এই গবেষণা আরও জানাচ্ছে, ভারত এখন বিশ্বব্যাপী দ্বিতীয় বৃহত্তম ChatGPT ব্যবহারকারী।
চ্যাটজিপিটির মোট ট্রাফিকের প্রায় ৮.৭ শতাংশ আসে ভারত থেকে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও বেশি।
জটিল প্রযুক্তিগত দক্ষতার চেয়েও দৈনন্দিন জীবনের সাধারণ সমস্যার সমাধানের জন্যই মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তার উপর বেশি ভরসা রাখছে।