03 October, 2025

২৩ প্ল্যাটফর্ম, যাতায়াত করে হাজারের বেশি ট্রেন, দেশের ব্যস্ততম হাওড়াই!

Image Credits: Getty Images

TV9 Bangla Desk

বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক হল আমাদের দেশের রেল নেটওয়ার্ক।

সোজা কথায় বললে ভারতীয় রেল, ভারতের লাইফলাইন। কারণ, ভারতে ট্রেনের টিকিটের মূল্য সবচেয়ে কম।

প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী নিয়ে ছুটে চলে হাজার হাজার ট্রেন। এ ছাড়াও চলে কয়েক হাজার পণ্যবাহী ট্রেনও।

শহরের সঙ্গে শহরতলির যোগাযোগ করার ক্ষেত্রে এগিয়ে রয়েছে মুম্বইয়ের সাব-আর্বান নেটওয়ার্ক।

মুম্বইয়ের সবচেয়ে বড় স্টেশন ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে প্রায় ১ হাজার ৯৬০ কিলোমিটার দূরের হাওড়া জংশনই দেশের ব্যস্ততম রেল স্টেশন।

বর্তমানে হাওড়া স্টেশনে রয়েছে ২৩টি প্ল্যাটফর্ম। আমাদের দেশে আর কোনও স্টেশনে এত সংখ্যক প্লাটফর্ম নেই।

প্রতিদিন ১০ লক্ষেরও বেশি! এই বিপুল ভিড় হাওড়াকে পূর্ব ভারতের লাইফলাইন করে তুলেছে।

হাওড়া স্টেশন সবচেয়ে ব্যস্ত কারণ এই স্টেশন দুটি জোনের দুটি ডিভিশনের অধীনে আসে।

দুই জোনই হল সোনালী চতুর্ভূজের দুটি বাহু। ফলে, এই দুই রুটেই ট্র্যাফিক অত্যন্ত বেশি।