02 October, 2025

পাকিস্তান নয়, ভারতের সামনে নতুন এক শত্রু! সতর্ক কেন্দ্র

Image Credits: Getty Images

TV9 Bangla Desk

পাকিস্তান নয়, এবার নতুন এক শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে নামতে চলেছে ভারত।

এক প্রতিবেশী দেশের কৃত্রিম উপগ্রহ ভারতীয় স্যাটেলাইটের প্রায় ১ কিলোমিটারের মধ্যে চলে এসেছিল।

২০২৪ সালের মাঝামাঝির একটি ঘটনা সামনে আসতেই কেন্দ্রীয় সরকার মহাকাশ সুরক্ষার নতুন পরিকল্পনা করছে। তৈরি হবে ‘বডিগার্ড স্যাটেলাইট’।

চিনের কাছে বর্তমানে ৯৩০টির বেশি স্যাটেলাইট রয়েছে। আর ভারতের রয়েছে সেখানে ১২০-এর আশেপাশে।

জানা গিয়েছে, LiDAR বা Light Detection and Ranging-এর মতো প্রযুক্তি ব্যবহার করে এমন ঘটনা খুব তাড়াতাড়ি চিহ্নিত করা হবে।

কেন্দ্র এই কাজের জন্য ৫০টি নতুন স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণের জন্য ২৭ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে।

দেশের সামরিক প্রয়োজন মেটাতে এই স্যাটেলাইটগুলি গুরুত্বপূর্ণ।

মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ও ৪০০-এর বেশি বিজ্ঞানী দিনরাত কাজ করেছেন।

এর মধ্যেই গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে, পাকিস্তানকে তাদের স্যাটেলাইট কভারেজ ঠিক করতে সাহায্য করেছে চিন।